বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

ঈদযাত্রায় প্রস্তুত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১১২ Time View

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো যে সব মানুষ ঘরে ফিরবে তারা ব্যবহার করবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটটি। যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ঘরে ফেরাতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছেন স্থানীয় প্রশাসন।

রাজবাড়ি জেলা ও গোয়ালন্দ উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নিয়ে সমন্বয় সভা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যাত্রী ও যানবাহনগুলো যাতে কোন রকম ঝামেলা ছাড়াই নদী পার হতে পারে সে বিষয়ে গত ৩ এপ্রিল বুধবার বিকেল ৪ টায় রাজবাড়ির পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ দৌলতদিয়া ট্রাক টার্মিনালে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় সভা করেছেন।

তিনি যাত্রী সাধারণের কোনো ধরনের হয়রানি ছাড়া নির্বিঘ্নে নদী পারাপারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ঘাট নির্ভর ছোট ছোট ব্যবসায়ী, রিকশা চালক, অটোচালকদের প্রতি যাতে কেউ নির্দয় আচরণ না করে সে দিকেও খেয়াল রাখতে বলেছেন। ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় ঘাটে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কাজ শুরু করেছেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঈদে ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে পারাপার করতে ১৫টি ফেরি, ২০টি লঞ্চ এবং ১০টি স্পিডবোট চলাচল জন্য প্রস্তুত রেখেছেন। এছাড়া যাত্রীদের দুর্ভোগ কমাতে যানজট নিরসনে ঈদের আগে ও পরে মোট সাতদিন পশুবাহী ও জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে এবং রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category