বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

ঈদের সন্ধায় চন্দ্রিমা উদ্যানে মানুষের ঢল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৯১ Time View

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। বেলা গড়াতেই কানায় কানায় ভরে উঠতে থাকে বিনোদন কেন্দ্রগুলো। ফাঁকা ঢাকার সুবিধাকে কাজে লাগিয়ে প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে বেড়িয়েছেন সকলেই।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল থেকেই এই এলাকায় আসতে থাকে মানুষ। সন্ধায় চন্দ্রিমা উদ্যান ও সংসদ ভবন এলাকায় প্রায় লাখো মানুষের সমাগম ঘটে। ফলে ফাঁকা ঢাকাতেও ওই এলাকায় কিছুটা যানজট দেখা গেছে। তবে সাময়িক যানজট উপেক্ষা করে মানুষ প্রিয়জন, পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন। কেউ কেউ ছবি তুলছেন। অনেকেই বসে গল্প করছেন।

এদিকে মানুষের উপস্থিতিতে চন্দ্রিমা উদ্যান এলাকায় বসেছে বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান। ফুচকা, চটপটি, বাদাম, ডাবসহ নানা খাবার মিলছে সেখানে। আইসক্রিম ও ঝালমুড়ির দোকানে বেশ ভীর লক্ষ্য করা গেছে। ঘোড়াঘুরির পাশাপাশি সেখানে পছন্দের খাবার কিনে খেতে পারছেন দর্শনার্থীরা। যেকোন ঝামেলা এড়াতে উদ্যানের ভিতরে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও।

বন্ধুর সাথে ঘুরতে এসেছেন আইয়াতুল জান্নাত, ফাঁকা সড়ক উপভোগের পাশাপাশি চন্দ্রিমার সৌন্দর্য মুগ্ধ করেছে তাকে।

আইয়াতুল বলেন, আসলে ফাঁকা ভেবে আমরা ঘুরতে এসেছিলাম। কিন্তু এখানে এত ভিড় দেখে ভালো লাগলেও ঢাকার চিরচেনা রুপ থেকে আলাদা। সৌন্দর্য মুগ্ধ করেছে আমাকে চন্দ্রিমার।

জান্নাতুল জান্নাত নামের এক তরুণী বলেন, ভালোই লাগছে এখানে এসে। গরমে স্বস্তির একটা বাতাস পাচ্ছি। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। আনন্দ করছি।

এদিকে ঈদে শহুরে মানুষের ঈদ উৎসবে নিরাপত্তা দিতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিচ্ছেন তারা। এছাড়া শহরের যানজট নিরসনে ঈদের দিনেও সংসদ এলাকায় বেশ কিছু পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category