বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

মামদানির সিরীয় স্ত্রী নিউ ইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

নিউ ইয়র্ক সিটির মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে নিউইয়র্কের প্রথম বামপন্থী মুসলিম মেয়র পদে নির্বাচিত হওয়ার পর থেকে তার ব্যক্তি জীবনও এখন সংবাদের শিরোনামে।

স্বামীর মতো আলোচনার কেন্দ্রে চলে এসেছেন মামদানির সুন্দরী স্ত্রী রামা দুওয়াজিও।

জোহরান মামদানির রাজনৈতিক প্রচারের সময় থেকে প্রচারের আলোয় আসেন তিনি। অনেকেই বলছেন, স্বামীর জয়ের মূল চাবিকাঠিটি নাকি তিনিই।

দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মামদানির স্ত্রী রামারও নিজস্ব পরিচয় ও ব্যক্তিত্ব রয়েছে। বর্তমানে ২৮ বছরের সিরীয় সুন্দরী দুওয়াজির জন্ম টেক্সাসের হাউস্টনে। তার বয়স যখন ৯ বছর, তখন তার পরিবার দুবাইতে চলে যায়। শুরুতে ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর হিসেবে নিউইয়র্কে কাজ শুরু করেন।

বহু নামী প্রতিষ্ঠানের সঙ্গে আর্টের কাজ করেছেন রামা।

জানা যায়, দুজনের পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। এই বছরেরই গোড়ার দিকে তাদের বিয়ে হয়েছে। নির্বাচনের দিন বিখ্যাত শাশুড়ি মীরা নায়ার পুত্রবধূর উদ্দেশে লিখেছেন, ডার্লিং ডটার ইন ল- নতুন দিনে আমাদের শহরেও শিল্প ফুটে উঠবে। সঙ্গে ছিল হার্টের একটি ইমোজি।

দুয়াজি নিউইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি হতে চলেছেন। যদিও তিনি এখনও জানাননি, এ ধরনের সরকারি পদ আদৌ গ্রহণ করবেন কিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category