সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

ময়মনসিংহে পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৪১ Time View

ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুই সহোদর মেহেদী (৫), সামিয়া (৭) এবং তাদের চাচাতো বোন নুসরাত (৬)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পর তিন ভাই-বোন একসঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে স্বজনরা পুকুর থেকে একে একে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামকৃষ্ণপুর গ্রামের রফিকুল ইসলামের সন্তান মেহেদী ও সামিয়া। আর রফিকুল ইসলামের বড় ভাই মন্নাফ আলীর মেয়ে নুসরাত।

ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category