আজ ভারতের দিল্লিতে বিধানসভার ভোট। ৭০ আসনবিশিষ্ট এ ভোট হবে এক দিনেই। এরপর শনিবার প্রকাশ করা হবে ফলাফল। এরইমধ্যে জানা যাবে টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি (আপ) আসবে, নাকি ২৭ বছর পর মসনদে বসবে বিজেপি। এনডিটিভি।
এবারের ভোটে আপকে হারাতে জোর পরিকল্পনা করছে বিজেপি। আবগারি (মদ) মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নাস্তানাবুদ করতে তারা চেষ্টার ত্রুটি রাখেনি। দুর্নীতিবিরোধী আন্দোলনের ঢেউয়ে ভেসে রাজনৈতিক দল গঠন করে দিল্লি দখল করা কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতিকেই হাতিয়ার করেছে বিজেপি। সেই মামলায় জেল খাটতে হয়েছে কেজরিওয়ালকে। তারই সঙ্গে জেলে গেছেন সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ও সংসদ সদস্য সঞ্জয় সিং। প্রত্যেকেই এখন জামিনে মুক্ত। ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এই ভোট শতাব্দীপ্রাচীন কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই।
গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনও জিততে পারেনি। তাদের প্রাপ্ত ভোটের হার কমে দাঁড়িয়েছে সোয়া ৪ শতাংশে। সেখান থেকে গা ঝাড়া দিয়ে উঠে কংগ্রেস নিজেকে প্রাসঙ্গিক করতে চাইছে। ফলে লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী। তা বিজেপির হাসি চওড়া করেছে। তাদের আশা, কংগ্রেস ও আপের মধ্যে ভোট ভাগাভাগির ফলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। কিন্তু তাতেও কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করা না গেলে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরাজয় বলে গণ্য হবে। শুধু পরাজয়ই নয়, সেটা হবে মোদির পরাজয়ের হ্যাটট্রিক।
Leave a Reply