রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মী সম্মেলন-২০২৫

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬ Time View

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় স্থানীয় ইসলামগঞ্জ (বুধবারী বাজার) এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুলের সভাপতিত্বে ও উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রচার সম্পাদক আইনুল হক স্বাধীন।

উপজেলার ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী আব্দুল মন্নান। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার।
উক্ত কর্মী সম্মেলনে স্বাগত বক্তব্য দেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শুক্কুর আলী মহাজন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বিএনপি নেতা সুলেমান তালুকদার, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সালাম, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম- সম্পাদক মো. আব্দুল্লাহ প্রমুখ।

কর্মী সম্মেলনে-২০২৫ এ আয়োজিত অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল-এর উপস্থাপনায় ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের নব-নির্বাচিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. রতন মিয়া, সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন, যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ, বশির আহমদ এবং সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক কিবরিয়া আহমেদ ও আব্দুল আলী, সদস্য বাদশা মিয়া, মাসুক মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরা মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি একরাম আলী, উপজেলা যুবদল নেতা সাদ্দাম হোসেন, মাহবুবুল আলম, মাহমুদুল হাসান, আলী আমজদ, এবং ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল আহমেদ সহ প্রমুখ।

সম্মেলনে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category