“কোন পুরাতন প্রাণের টানে” এই থীমে
সিডনির হলিডে ইন ওয়ারিক ফার্মে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে অগ্রণীয়ানদের মিলনমেলা।
আজ ২ মার্চ শনিবার অগ্রণী স্কুল এবং কলেজ, অস্ট্রেলিয়া এলামনাইয় এই প্রথমবারের মত অস্ট্রেলিয়াতে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করছে।অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত একশ’র বেশি অগ্রণীয়ানরা এই প্রানের মেলায় অংশ ছুঁটে এসেছেন আজ সিডনিতে। উক্ত অনুষ্ঠানে নাচ, গান, কবিতা, নাটক সহ থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আরো থাকবে অগ্রণীয়ানদের ফেলে আসা স্কুল দিনের স্মৃতিচারন পর্ব।থাকবে সুস্বাদু খাবারের আয়োজন।এক সাথে সকল অগ্রণীয়ান গাইবে,”কোন্ পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন মাটির পানে।
চোখ ডুবে যায় নবীন ঘাসে, ভাবনা ভাসে পুব-বাতাসে–মল্লারগান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-গানে।”
Leave a Reply