গাজায় গত চার মাসের বেশি সময় ধরে ইসরাইলি আগ্রাসন অব্যাহত আছে। চারদিক থেকে অবরূদ্ধ করে রেখেছে ইসরাইল। হামলায় বাড়ি-ঘর থেকে শুরু করে সরকারি অবকাঠামো কোনো কিছুই বাদ যায়নি। এই পরিস্থিতিতে সেখানে সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষ। খাবারের জন্য চারদিকে কেবলই হাহাকার। ক্ষুধার জ্বালা মেটাতে একটু ত্রাণের খাবারের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন ফিলিস্তিনিরা। কিন্তু ইসরাইলের নিষ্ঠুর বাহিনী এসব মানুষদেরও ছাড় দেয়নি। প্রকাশ্যে গুলি করে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা।
যুক্তরাষ্ট্র এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে বলে জানিয়েছে। অথচ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভেটো দিয়ে আসছে দেশটি। বিশ্ব নেতারা এই ভেটোকে গণহত্যার লাইসেন্স হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আর ইসরাইলি সেই কাজটিই আন্তর্জাতিক চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করে যাচ্ছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানিয়েছেন, ত্রাণের বহরে হামলা খুবই আশ্চর্যজনক ঘটনা। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
Leave a Reply