ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
আন্দোলনকারীদের মারধর করা হয়েছে এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আহত শিক্ষার্থীদের উদ্ধারে মিছিল নিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
তারা বিজয় একাত্তর হলে প্রবেশ করে চারটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং হল গেটে প্রবেশ মুখে রিসিপসনের জানালার কাচ ভেঙে ফেলা হয়। এ সময় হলের ভেতর থেকে শিক্ষার্থীদের একটি অংশ ও বাইরের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ইট পাটকেল নিক্ষেপ করা হয়।
বিজয় একাত্তর হলে সরকারি চাকুরিতে কোটা বাতিল চেয়ে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের মারামারির ঘটনা ঘটেছে।
এদিকে মুক্তিযুদ্ধকে কটাক্ষ, একাত্তরের ঘৃণীত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যদের পাদদেশে তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে রাজু ভাস্কর্য এলাকা আগে থেকেই দখল করে রেখেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। সেখানে তারা মূহুমুর্হু শ্লোগান দিচ্ছেন।
Leave a Reply