ময়মনসিংহে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় মিনি ট্রাক চালক লিটন মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিটন মিয়া (৪৫) নেত্রকোনা জেলার সদর উপজেলার জয়নগর দক্ষিণপাড়ার মো. খোরশেদ আলমের ছেলে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে ওই দিন ভোরে নগরীর পাটগোদাম-শম্ভুগঞ্জ মহাসড়কের টুল ঘর এলাকা থেকে চিনিসহ ট্রাক জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নগরীর টুল ঘর এলাকায় ঢাকাগামী একটি মিনি ট্রাক তল্লাশি চালানো হয়। তল্লাশি করে ওই ট্রাক থেকে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় ট্রাক চালক লিটন মিয়াকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর চালক লিটন মিয়াকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply