বরাবরের মতো এবারও শঙ্খনাদ পরিবার পালন করতে যাচ্ছে বাংলা নববর্ষ ১৪৩১। সিডনির গ্ল্যান্ডফীল্ড কমিউনিটি হলে আয়োজিত হবে এই অনুষ্ঠান। নানা রকম বাঙালি খাবার ও বাঙালি সাজপোষাকে সজ্জিত হয়ে সকলে অংশ নিবে নববর্ষের রেলীতে।
এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে সন্ধ্যায়।
অনুষ্ঠানের সময় সূচী: ১৪ এপ্রিল, ২০২৪, রবিবার
অনুষ্ঠানের ঠিকানা:
গ্লেনফিল্ড কমিউনিটি হল
১০ নিউটাউন রোড
গ্লেনফিল্ড।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: 5ই এপ্রিল, 2024
প্রোগ্রামের বিবরণ:
হল খোলার সময়: দুপুর ১২টা
পহেলা বৈশাখী রেলী : দুপুর ১:০০ টা থেকে ২:০০টা
দুপুরের খাবার: দুপুর ২: ০০টা থেকে ৪:০০টা
সাংস্কৃতিক অনুষ্ঠান: বিকাল ৫:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০
Leave a Reply