পবিত্র ঈদুল ফিতরে গ্রাহকসেবার লক্ষে আজ ২১মার্চ বৃহস্পতি বার রিনজিন ডিভাইন বিউটির শুভ উদ্বোধন হলো সিডনির মিন্টো মলে।
সন্ধ্যা ছয়টা থেকেই এই বিউটি শপের প্রাঙ্গনে নানা বয়সী নারীরা যোগ দিতে থাকে।কারো হাতে ফুল কারো হাতে চকলেট নিয়ে সবাই অভিনন্দন জানাচ্ছিল শপের কর্নধার মাসুমা আহমেদ কে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় বর্ষীয়ান এবং সর্বজন শ্রদ্ধেয় সংগীত শিল্পী আপেল মাহমুদ ফিতা কেটে এই শপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এর পরপরই সবাইকে ইফতার পরিবেশন করা হয়।
শপের গেইটটি তে সুন্দর বেলুনের তোরন, ওয়েলকাম লেখা ফুলের তোড়া আর একদম বিউটি শপের আদলে করা কেক দিয়ে সাজানো ছিল।ভেতরে এর সাজ সজ্জা পুরোটাই নতুন এবং আধুনিক।এখানে পা থেকে মাথা সব রকমের রূপচর্চার ব্যবস্থা রয়েছে।বিয়ের কনে থেকে পেডিকিওর, হেয়ার কাট টু মেহেদি, ফেশিয়াল টু পার্টি মেকাপ সব পাওয়া যাবে এক জায়গায়তেই।উপস্থিত সবার মুখেই এক কথা যে এমন সুন্দর এবং সুবিধা পূর্ন জায়গায় এটা হয়েছে যে যারা আগে ভাবতো যে ক্যাম্পবেল টাউন একটু দূর হয় তারাও এখন হুট করে চলে আসতে পারবে মিন্টো মলে।আর এই বিউটি শপের কর্নধার মাসুমা আহমেদের মিষ্টি মুখের মিষ্টি হাসি এবং তার কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা ছিল সবার মুখে মুখে।
উল্লেখ্য যে রিনজিন ডিভাইন বিউটির আরেকটি শাখা রয়েছে ক্যাম্পবেল টাউনে।
আজ উদ্বোধন হলেও আগামী কাল থেকেই এর সকল কার্য্যক্রম শুরু হবে।শপ খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৫ঃ৩০ মিনিট পর্যন্ত।এছাড়াও শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়।
Leave a Reply