সালাম মাহমুদ : কবি, লেখিকা, সংগীত শিল্পী ও সমাজ সেবক তানিয়া শারমিন তানিশার কন্ঠে কাজী ফারুক বাবুল এর কথা, সুর ও সংগীত পরিচালনায় খুব শীঘ্রই ” ময়ূরী ” শিরোনামে তৃতীয় এ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। বিশেষ ভাবে উল্লেখ্য – ইতিপূর্বে তানিয়ার কন্ঠে কেএফবি স্টুডিও এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ” মন তোমাকে চায় ” ও ” রসিক কালা বন্ধুরে ” শিরোনামে প্রথম ও দ্বিতীয় এ্যালবাম প্রকাশিত হয়েছে এবং গানগুলো বেশ সাড়া জাগিয়েছে। উল্লেখ্য – গান গাওয়ার পাশাপাশি তানিয়ার লেখা অসংখ্য গল্প, কবিতা ও উপন্যাসের বই প্রকাশিত হয়েছে সোনামণি প্রকাশনী থেকে যা ব্যপকভাবে সমাদৃত হবার গৌরব অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় আগামী বই মেলাতেও তানিশার লেখা বেশ কিছু বই প্রকাশিত হতে যাচ্ছে। কেমিস্ট্রিতে এমএসসি ডিগ্রি ধারি তানিয়া শারমিন তানিশা লেখালেখি নিয়ে ব্যস্ত থাকার কারনে দীর্ঘদিন গানে অনুপস্থিত থাকলেও এবার তিনি গানে আবার নূতন উদ্যমে কাজ করবেন জানিয়েছেন। সংগীত তানিশার আত্মার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং গানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার টানে তানিশাকে বেঁচে থাকায় অনুপ্রানিত করে বলে উপলব্ধি এবং বিশ্বাস করেন।কাজী ফারুক বাবুল বলেন ময়ুরী অ্যালবামটি শ্রোতাদের মুগ্ধ করবে।