২৩ নভেম্বর, রোববার Ex-IUBians Australia Association-এর বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয় Morgans Creek Picnic Area, Henry Lawson Drive, Revesby Heights NSW-এ।
সকাল থেকেই নদীর ধারের এই শান্ত জায়গাটি ভরে ওঠে পরিচিত মুখ, পারিবারিক হাসি এবং প্রাণখোলা আড্ডায়।

দিনের শুরু ছিল হালকা সকালের স্ন্যাকস দিয়ে: স্যান্ডউইচ, সমুচা, সুসি আর আরও কিছু টুকিটাকি খাবার। সদস্যরা একে একে যোগ দিতেই পার্কের পরিবেশ আরও উচ্ছ্বসিত হয়ে ওঠে।
দুপুর গড়াতেই পরিবেশন করা হয় রকমারি খাওয়া, সঙ্গে আফটারনুন চা এবং ঠান্ডা তরমুজ। গরম দিনের মাঝে এই আয়োজন সবাইকে এনে দেয় এক সতেজ বিরতি।
এর পর শুরু হয় AGM। ২০২৪/২৫ অর্থবছরে অ্যাসোসিয়েশনের অর্জন, সম্পন্ন কার্যক্রম এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। সভায় জানানো হয় যে অ্যাসোসিয়েশনের নির্বাচন ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হবে।
ঠিক এর পরই আসে দিনের প্রথম চমক। একজন IUBians সদস্যের সারপ্রাইজ জন্মদিন উদযাপন। কেক কাটার মুহূর্ত আর সবার উচ্ছ্বাস আড্ডাকে আরও উষ্ণ করে তোলে।
শিশুদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল টাগ অব ওয়ার। হাসি, উৎসাহ আর বন্ধুত্বপূর্ণ চিৎকারে মাঠের পরিবেশ জমে ওঠে। কোনো পেশাদার ফটোগ্রাফার ছিল না, সবাই নিজের ফোনেই ধরে রেখেছে দিনের সেরা মুহূর্তগুলো। এবার গিফট ব্যাগ রাখা হয়নি, তবুও শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
ব্যস্ত জীবনের মাঝে কয়েক ঘণ্টার এই মিলনমেলা পরিবার, বন্ধুত্ব এবং IUBian স্পিরিটকে আরও কাছাকাছি এনে দেয়। দিনের শেষে সবাই অনুভব করেছে এক ধরনের উষ্ণতা, যা শুধু একসাথে থাকার মাঝেই পাওয়া যায়।
আগামীর আয়োজন আরও বড় এবং আরও প্রাণবন্ত হবে, এটাই সবার প্রত্যাশা।