প্রবাসী বাংলাদেশী উইমেন্স এ্যাসোসিয়েশন (PBWA) ২৩শে নভেম্বর কমিউনিটির নারীদের জন্য আয়োজন করতে যাচ্ছে ‘আমাদের গল্প’ একটি বিশেষ অনুষ্ঠান যেখানে অংশগ্রহণকারীরা তাদের জীবনের গল্প শেয়ার করবেন।
এই বছরও অনুষ্ঠানটি মূলত কমিউনিটির নারীদের জন্য পরিকল্পনা করা হয়েছে। যারা আগ্রহী, তারা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করতে পারেন।
তারিখ ও সময়: ২৩শে নভেম্বর, দুপুর ৩.৩০ টা
স্থান: Canterbury City Community Hall, 130 Railway Parade, Lakemba 2195