রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফাগুন হাওয়ার আয়োজনে বেগুনি আলোয় উজ্জ্বল বিকেলে সম্পন্ন হলো ‘জাকারান্ডা বিলাস ২০২৫’ সাহিদা আহসানের অপরাজিতা অ্যাওয়ার্ড অর্জন যারা রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন আহমেদ জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৭ নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো ‘নবান্ন উৎসব’ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা স্বপ্নের মতো রাত, নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন এলাকার আকাশজুড়ে অরোরার রঙিন নৃত্য অতিরিক্ত ব্যাটারি ব্যবহারকারী অ্যাপের বিরুদ্ধে কঠোর হচ্ছে গুগল সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

ফাগুন হাওয়ার আয়োজনে বেগুনি আলোয় উজ্জ্বল বিকেলে সম্পন্ন হলো ‘জাকারান্ডা বিলাস ২০২৫’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

বিকেলের এক পশলা বৃষ্টির পর যখন ঝকঝকে রৌদ্র ধীরে উঁকি দিল, তখন কোগরাহর হগবেন পার্কের চারপাশ জুড়ে যেন বেগুনি জাকারান্ডা ফুলের আবহ আরও উজ্জ্বল হয়ে উঠল। সেই রঙিন পরিবেশেই সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো প্রতীক্ষিত সামাজিক আনন্দ আয়োজন ‘জাকারান্ডা বিলাস ২০২৫’ । বিকেল ৪:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত চলা এই বিশেষ আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানটির আয়োজন করে ফাগুন হাওয়া অস্ট্রেলিয়া ইনক।

জাকারান্ডায় ঘেরা পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাংস্কৃতিক আবহ মিলেমিশে তৈরি করে এক অনন্য বিকেল ।বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, মেলবন্ধন এবং বহুসংস্কৃতির সৌন্দর্যকে সামনে এনে এই আয়োজন কমিউনিটির মাঝে গত ৮ বছর ধরে এক নতুন মাত্রা যোগ করে চলেছে ।

এই প্রাণবন্ত আয়োজনে যোগ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন—
The Hon. Mark Coure MP
স্টেট মেম্বার ফর ওটলি ও শ্যাডো মিনিস্টার (মাল্টিকালচারালিজম; জবস, ইন্ডাস্ট্রি, ইনোভেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি; সাউথ-ওয়েস্টার্ন সিডনি),Clr Nancy Liu-ডেপুটি মেয়র, জর্জেস রিভার কাউন্সিল,Clr Wendy Lindsay-কাউন্সিলর, সিটি অব ক্যান্টারবেরি–ব্যাংকসটাউন, ClrJennifer Walther কাউন্সিলর, সিটি অব ক্যান্টারবেরি–ব্যাংকসটাউন, Clr Sreeni Pillamerri-কাউন্সিলর, সিটি অব প্যারামাট্টা, Livinston Chettipally-সাবেক কাউন্সিলর, সিটি অব ব্ল্যাকটাউন, Richard Noonan, Lawyer Upal Amin, Natalia Esdaile-Watts, Manjula Viswanath, Sazeda Akter Sanjida-সাবেক কাউন্সিলর ক‍্যান্টাবেরী ব‍্যাংকসটাউন, Shahe Zaman Titu-সাবেক কাউন্সিলর ক‍্যান্টাবেরী ব‍্যাংকসটাউন।

তাঁদের উপস্থিতি আয়োজনে মর্যাদা যোগ করে এবং তাঁরা এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন সাংস্কৃতিক ঐক্য ও কমিউনিটির শক্তিকে তুলে ধরার জন্য।
বাংলাদেশে কমিউনিটির বিভিন্ন সংগঠনের ও রাজনৈতিক নেতৃবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।তাঁদের মধ্যে উল্লেখযোগ্য গামা কাদির, ডক্টর সিরাজুল হক, মো:শফিকুল আলম, মাহবুবুর রহমান, ড. লাভলী রহমান, রাশেদ শ্রাবন,, পূরবী পারমিতা বোস, জাকির আলম লেনিন,হাজী আলাউদ্দিন প্রমুখ । শুভেচ্ছা বক্তব্যে সকল অতিথিরা জানান, এমন মনোরম পরিবেশে সাংস্কৃতিক আয়োজন কমিউনিটির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য, আয়োজকদের আতিথেয়তা এবং অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলেছে।

বৃষ্টি ধোয়া পরিবেশে জাকারান্ডা ফুলের রঙে যখন পার্ক ঝলমল করছিল, তখন সামাজিক আড্ডা, নানান মুখরোচক খাবার,শিশু–কিশোরদের হাসি আর অতিথিদের আন্তরিকতা মিলেমিশে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজক তিশা তানিয়া জানান, “Jacaranda Bilash ’25”-এর মূল লক্ষ্য ছিল কমিউনিটির মানুষদের একসঙ্গে করা এবং বহুসংস্কৃতিকে এগিয়ে নেওয়া, আর সেটিই সম্পূর্ণভাবে অর্জিত হয়েছে।

এ বছরের আয়োজনকে সফল করে তুলতে সহযোগিতা করেছে
নাহিদা আখতার এবং AAAN Homes– কে তাঁদের মূল্যবান সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।এছাড়াও এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন
CCT Sydney, Minto Mall এবং Women Council Australia Incorporated। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মো: জাহিদ হোসেন, নাজমুল হক, শায়লা মুমু ও রাত্রি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category