বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা অংশ নিচ্ছেন মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫ Time View

তানজিয়া জামান মিথিলা অফিশিয়াল বা বিচারক-নির্ধারিত ফাইনাল র‍্যাংকিংএ নয়, বরং দর্শকভোট/অ্যাপ ভোটের ভিত্তিতে ভোটে বিশ্ব টপ–৫।

টপ–৩ নিয়ে চলছে তুমুল জল্পনা; অফিসিয়াল ফল এখনো প্রকাশিত হয়নি, কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে গর্বের উল্লাস।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা “মিস ইউনিভার্স ২০২৫”–এর আসর বসেছে থাইল্যান্ডে। আর এই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তরুণ মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
চলমান অনলাইন ভোটে মিথিলা এখন রয়েছেন বিশ্বের শীর্ষ পাঁচজন প্রতিযোগীর মধ্যে, এমন তথ্য নিজেই জানিয়েছেন তিনি।

মিথিলার আবেগঘন বার্তা থাইল্যান্ড থেকেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আবেগঘন এক পোস্টে মিথিলা লিখেছেন,”আমি কাঁদছি… সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব। তোমাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে! কীভাবে সবাইকে ধন্যবাদ জানাব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না।”

এই পোস্ট ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে গর্বের ঢেউ। অনলাইনভিত্তিক ভক্ত কমিউনিটিগুলো বলছে, মিথিলা এখন ভোটের দিক থেকে টপ–৩ প্রতিযোগীর মধ্যে উঠে এসেছেন।
যদিও এখনো পর্যন্ত মিস ইউনিভার্স অর্গানাইজেশনের (MUO) পক্ষ থেকে কোনো অফিশিয়াল টপ–৩ ফাইনালিস্ট ঘোষণা করা হয়নি, তবু সামাজিক মাধ্যমে তার এই অবস্থান বাংলাদেশের জন্য বিশাল অর্জন হিসেবে দেখা হচ্ছে।

কে এই তানজিয়া জামান মিথিলা?

ঢাকায় জন্ম নেওয়া এই প্রতিভাবান তরুণী বাংলাদেশের ফ্যাশন দুনিয়ায় পরিচিত নাম ।তিনি তার ক্যারিয়ার শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে, পরে টেলিভিশন নাটক ও ফটো মডেল হিসেবেও সাফল্য পান।তিনি আন্তর্জাতিক মঞ্চেও সক্রিয়; ২০২৫ সালে ‘Miss Universe Bangladesh’ খেতাব জিতে নেন, যা তাকে থাইল্যান্ডে আয়োজিত বৈশ্বিক প্রতিযোগিতার টিকিট দেয়।সৌন্দর্যের পাশাপাশি মিথিলা সমাজসচেতন এক তরুণী। তিনি নারী অধিকার, মানসিক স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ে নিয়মিত কথা বলেন। তার আত্মবিশ্বাসী উপস্থিতি, সাবলীল ইংরেজি উচ্চারণ ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

বাংলাদেশ থেকে প্রথম কোনো নারী যদি মিস ইউনিভার্সের টপ–৩ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জায়গা পান, তা হবে এক ঐতিহাসিক মুহূর্ত।
এখনও অফিসিয়াল ঘোষণা না এলেও, মিথিলার এই অবস্থান ইতিমধ্যেই দেশের তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন গর্বের গল্প লিখছে।

তবে মনে রাখতে হবে যে এখন পর্যন্ত “বাংলাদেশ, ভিয়েতনাম ও কলম্বিয়া টপ–৩” এই দাবিটি অফিশিয়াল ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়নি।
এটি মূলত অনলাইন ভোটিং র‍্যাংকিং ও ফ্যান–ভিত্তিক প্রচারণা থেকে ছড়ানো তথ্য। অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে, যেখানে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

তানজিয়া জামান মিথিলার এই যাত্রা সৌন্দর্যের প্রতিযোগিতার চেয়ে অনেক বড়, এটি এক নারীর আত্মবিশ্বাস, সংস্কৃতি ও জাতির মর্যাদাকে বিশ্বের সামনে তুলে ধরার লড়াই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category