সিডনির মিন্টো উপশহরে অনুষ্ঠিত হলো সিডনি বাংলা উইমেনস ফোরাম আয়োজিত জাকারান্ডা উৎসব। “জাকারান্ডার রঙে, নারীর অনুপ্রেরণায়” প্রতিপাদ্যে শনিবার বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন সিডনির বিভিন্ন প্রান্তের বাংলাদেশি নারীরা।

জাকারান্ডা ফুল ফোটার মৌসুমে শহর যখন বেগুনি আভায় সেজে ওঠে, সেই আবহেই উৎসব প্রাঙ্গণ ভরে ওঠে নীল-সাদা পোশাকে সাজা নারীদের প্রাণচাঞ্চল্যে। আয়োজকদের মতে, প্রকৃতির এই সৌন্দর্যকে কেন্দ্র করেই তারা গড়ে তুলেছেন এক মিলনমুখর বিকেল, যেখানে ছিল সংস্কৃতি, খেলা ও বন্ধুত্বের সমাহার।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মারিয়া মুন, নিলুফার ইয়াসমিন, রিমি ও রাসেল ইসলাম। পাশাপাশি পরিবেশিত হয় কবিতা, নৃত্য এবং কেক কাটার পর্ব। শিশু ও বড়দের জন্য ছিল বালিশ খেলা ও অন্যান্য বিনোদনমূলক আয়োজন, যা পুরো অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও আনন্দঘন।
আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সাথী খান, যিনি জানান, প্রবাসে বসবাসরত নারীদের মধ্যে একতা, আনন্দ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই ছিল এ উৎসবের মূল লক্ষ্য।
উৎসব শেষে আয়োজক সংগঠন জানায়, প্রবাসী জীবনের ব্যস্ততার মাঝে এমন সাংস্কৃতিক আয়োজন নারীদের নতুন করে উৎসাহ দেয়, পাশাপাশি সামাজিক সংযোগ ও ইতিবাচক কমিউনিটি গঠনে বড় ভূমিকা রাখে।