শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩ Time View

হংকং সিক্সেসে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দেখা পায় বাংলাদেশ। নিজেদের প্রথমটি পরিত্যক্ত হয়। তবে লঙ্কানদের ১৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শেষ আটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে আকবর আলীর দল। ৫৪ রানে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিলো বাংলাদেশ।

শনিবার (৮ নভেম্বর) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর। মারমুখী ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট ১৪৯ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যালেক্স রস ৫০ ও বেন ম্যাকডারমট ৫১ রান করেন। মোসাদ্দেক সৈকত ও রাকিবুল হাসান নেন একটি করে উইকেট।

১৫০ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলমের ব্যাট থেকে এসেছে ৬ রান। আর ডাক মেরে সাজঘরে ফিরেছেন অধিনায়ক আকবর।

৭ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন আবু হায়দার রনি। তার এই ইনিংস শুধুমাত্র হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন নিয়েছেন ৩ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category