শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
৩৩ বছরের মধ্যে প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত চট্টগ্রাম উৎসব ২০২৫: মেজবানি ভোজে আবুল বাবুর্চির রান্নার ঐতিহ্যের স্বাদ, মঞ্চে নকীব খানের সুরের জাদু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯২৮ ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৮ ফের কমলো সোনার দাম ডারউইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রের মৃত্যু আর মাত্র ৯ দিন বাকি! সিডনিতে শুরু হতে যাচ্ছে এক দারুণ সাংস্কৃতিক উৎসব — ‘বিজয়া সম্মিলনী ২০২৫’ মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ নির্বাচনে সেনাবাহিনীর ৯০ হাজার সদস্য দায়িত্ব পালন করবে: প্রেস সচিব

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১ Time View

অস্ট্রেলিয়ার মতো অপরাজেয় শক্তিকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখল ভারতীয় নারী ক্রিকেট দল। ৩৩৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে জয় পেয়ে বিশ্ব রেকর্ড গড়ে তারা পৌঁছে গেছে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত সেমিফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৫ উইকেটে হারে অস্ট্রেলিয়া, বিদায় নেয় ফাইনালের আগেই।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলে অস্ট্রেলিয়া। ওপেনার ফোবি লিচফিল্ড খেলেন ৯৩ বলে ১১৯ রানের ঝলমলে ইনিংস—১৭টি চার ও তিনটি ছক্কায় সাজানো। তার সঙ্গে জুটি বাঁধা অ্যালিসা পেরি করেন ৭৭ রান, আর ইনিংসের শেষ দিকে অ্যাশলে গার্ডনার মাত্র ৪৫ বলে ৬৩ রান যোগ করে অস্ট্রেলিয়ার স্কোর নিয়ে যান ৩৩৮ রানে।

এই বিশাল রানের পাহাড়ও অস্ট্রেলিয়াকে রক্ষা করতে পারেনি। লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছিল ভারত। জেমিমা রদ্রিগেজের অনবদ্য ইনিংস যেন জয় লিখে দেয় আগেভাগেই ১৩৪ বলে ১৪টি চারে আসে তার ১২৭ রান। অধিনায়ক হারমানপ্রিত কৌর খেলেন ৮৮ বলে ৮৯ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল ১০ চার ও ২ ছক্কা। শেষদিকে রিচা ঘোষ ও দীপ্তি শর্মার শান্ত ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।

এই জয় শুধু ফাইনালে ওঠার নয়—এটি নারী ক্রিকেটে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড।

আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল দক্ষিণ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category