অস্ট্রেলিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে প্রয়াত বরেণ্য সাংবাদিক ও চলচ্চিত্রকার ফজলুল হক এর প্রয়াণ দিবস। সিডনিতে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অস্ট্রেলিয়া শাখা ও ফজলুল হক রিসার্চ সেন্টার অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে জীবনীপাঠ, ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা ও দোয়া মাহফিলসহ অনুষ্ঠিত হয়েছে।
ট্রাব অস্ট্রেলিয়া শাখার সভাপতি, ভয়েস অব সিডনি সম্পাদক অর্ক হাসান এর সভাপতিত্বে ও ডায়াসপোরা শিশু-বিষয়ক সাংবাদিক কে এম ধ্রুব এর সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডকুমেন্টারি নির্মাতা তানজি তমা।
উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন বাচসাস এর সাবেক সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুর রহমান, ট্রাব এর কেন্দ্রীয় সভাপতি সালাম মাহমুদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের এস এম নাসির, ট্রাব ইন্ডিয়া শাখার সভাপতি ও ফজলুল হক রিসার্চ সেন্টার এর প্রস্তাবিত সভাপতি ড. নটরাজ রায়, ট্রাব যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মনিরুল ইসলাম মনি, ট্রাব ইউরোপ শাখার সভাপতি আবু তাহের প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন সাংবাদিক আতাউর রহমান, জহির রায়হান স্মৃতি সংসদ অস্ট্রেলিয়ার সভাপতি তৌহিদ হাসান, এক্টিভিস্ট রেট্রো মুবিন, উদ্যোক্তা শাকিল শিকদার, ভয়েজ অব সিডনি পাঠকফোরাম এর সিজান খান, এডভোকেট তানভীর শাওন, লেখক আশিক রিফাত, জোবায়ের অয়ন, জাহিদ ফাহিম, আজিম খান প্রমুখ।
আলো ছড়িয়ে আড়ালে চলে যাওয়া মহান ব্যক্তিত্ব ফজলুল হকের বিদেহী আত্মার প্রতি দোয়ার মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।