অস্ট্রেলিয়ার সিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির শ্যামা পূজা ও দীপাবলী উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর ল্যাকেম্বার ইউনাইটিং চার্চে উৎসবের আয়োজন করা হয়।নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি পরিবার ও সিডনির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
একাডেমির কর্ণধার মৌসুমী সাহা জানান, নৃত্যাঞ্জলি একাডেমি গত বিশ বছরেরও বেশি সময় ধরে সিডনিতে প্রগতিশীল বাঙালিদের নিয়ে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন করে আসছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু ধর্মীয় অনুশ্ঠান নয়, বরং সমাজে সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।”
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলী উপলক্ষে দিনব্যাপী আয়োজনে ছিল পূজা, অঞ্জলি, প্রদীপ প্রজ্জ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন রাজেশ সাহা ও মৌসুমী সাহা, তাঁদের সঙ্গে যুক্ত ছিলেন সদ্য পুত্রবধূ কনা সাহা। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন রাজেশ ও রাকেশ সাহা। পূজা পরিচালনা করেন সিডনির সুপরিচিত পুরোহিত শ্রী বাসব রায়।
ধর্মীয় পর্ব শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যার গ্রন্থনা, পরিচালনা ও সঞ্চালনা করেন ড. রতন কুন্ডু এবং উপস্থাপনা করেন অদিতি দাস। অনুষ্ঠানের শুরুতে এক ক্ষুদে শিল্পীর গীতা পাঠে মুগ্ধ হয় উপস্থিত দর্শকরা।
সঙ্গীত পরিবেশন করেন মঞ্জু ভৌমিক, মধুমিতা সাহা, পূর্ণতা কুন্ডু, অভিষেক ঘোষ, সুদেষ্ণা বিশ্বাস, নিলুফা ইয়াসমিন, মনাশ দে প্রমুখ। গীতি আলেখ্য উপস্থাপন করেন নমিতা চৌধুরী, আর শ্রুতিনাটক পরিবেশন করেন নূসরাত জাহান স্মৃতি ও তাঁর কন্যা স্রোতস্বিনী।
নৃত্য পরিবেশনায় অংশ নেন একাডেমির শিশু শিল্পী লিয়ানা, ঈশিতা ও সৃজিতা, আর মূল নৃত্যপর্বে ছিলেন মৌসুমী সাহা, মৌসুমী সানা, কনা সাহা, অদিতি দাস ও তৃষা ভৌমিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডনির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, কাউন্সিলর, একাডেমিক, সাংবাদিকসহ কয়েকশো মানুষ।