গত রোববার (১৯ অক্টোবর) অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম ঐতিহ্যবাহী, অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (BAA)-এর নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে মনিরুল হক জর্জ–আলমগীর ইসলাম প্যানেল বিপুল ব্যবধানে বিজয় অর্জন করে। সভাপতি নির্বাচিত হন মনিরুল হক জর্জ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন আলমগীর ইসলাম। পাশাপাশি ২৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদেও একই প্যানেলের প্রার্থীরাই বিজয়ী হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. ওয়ালিউর ইসলাম। তাকে সহযোগিতা করেন সৈয়দ আকরামুল্লাহ সিএ, কামরুল ইসলাম সিএ এবং মঞ্জুশ্রী মজুমদার মিতা। নির্বাচন শেষে ড. ওয়ালিউর ইসলাম শান্তিপূর্ণ ভোটগ্রহণে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন—
“যে কোনো সংগঠনের মূল শক্তি হলো তার গঠনতন্ত্র ও গণতন্ত্র চর্চা। আজকের এ নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার কার্যক্রমের নবযাত্রা শুরু হলো।”
পরে তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ
• সভাপতি: মনিরুল হক জর্জ
• সাধারণ সম্পাদক: আলমগীর ইসলাম
• সিনিয়র সভাপতি: খালেদা কায়সার
• সহ-সভাপতি: মো. মাহফুজুল হক চৌধুরী খসরু, মো. মোবারক হোসেন, মো. বেলাল হোসেন ঢালী ও মুস্তাফিজুর রহমান তালুকদার মনজু
• সহ-সাধারণ সম্পাদক: লিয়াকত আলী লিটন, গণেশ ভৌমিক, মো. মাকসুদুর রহমান চৌধুরী ও আফরিনা চৌধুরী
• কোষাধ্যক্ষ: ড. বিএন দুলাল
• সাংগঠনিক সম্পাদক: নজরুল ইসলাম
• সহকারী সাংগঠনিক সম্পাদক: জুই সেন পাল
• শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. দেলোয়ার হোসেন সরকার
• সাংস্কৃতিক সম্পাদক: তিশা তাসমিন তানিয়া
• সহকারী সাংস্কৃতিক সম্পাদক: লিনটাস হুবার্ট পেরেইরা
• তথ্য ও প্রকাশনা সম্পাদক: পূরবী পারমিতা বোস
• কল্যাণ ও গবেষণা সম্পাদক: কামাল পাশা
• ক্রীড়া সম্পাদক: মো. জিয়াউল কবির (জিওন)
• দপ্তর সম্পাদক: মারুফ আহমেদ
• কার্যনির্বাহী সদস্যবৃন্দ: মো. শফিকুল আলম, রুহুল আহমেদ সওদাগর, সাদাত হোসেন, শাহনাজ পারভীন আভা, মোহাম্মদ সাজ্জাদ সিদ্দিক, ফয়সাল আজাদ, মো. কামরুজ্জামান ও হোসনে আরা তালুকদার আইরিন।
নবনির্বাচিত সভাপতির বক্তব্য
বিজয়ী হয়ে সভাপতি মনিরুল হক জর্জ কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সদস্য ও কমিউনিটির প্রতি। তিনি বলেন,
“বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের প্রতীক। আমরা সবাই মিলে এ সংগঠনকে আবারও প্রাণবন্ত করে তুলব।”
তিনি আগামী দিনের কর্মপরিকল্পনার সংক্ষিপ্ত রূপরেখা উপস্থাপন করেন এবং তা বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা ও অভিনন্দন
নির্বাচনোত্তর শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি গামা আব্দুল কাদির, প্রাক্তন সাধারণ সম্পাদক ব্যারিস্টার সিরাজুল হক এবং ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী। তারা নবনির্বাচিত পরিষদকে অভিনন্দন জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়। এতে বার্ষিক প্রতিবেদন, পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য-সচিব আলমগীর ইসলাম ও অর্থবিষয়ক সদস্য লিয়াকত আলী লিটন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।