অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন উপলক্ষে এক Adults সভা অনুষ্ঠিত হয়েছে । ১১ অক্টোবর শনিবার সিডনির মিন্টোর ‘জমিদার বাড়ি’ রেস্তোরায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনী প্রস্তুতি, কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং কমিউনিটির ঐক্য ও সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মনিরুল হক জর্জের সভাপতিত্বে আলমগীর ইসলাম বাবু সভাটি পরিচালনা করেন। গামা আব্দুল কাদির, ডঃ সিরাজুল হক, কায়সার আহাম্মেদ, একেএম হক, শাদাত হোসেন, খালেদা কায়সার, মোবারক হোসেন, ডঃ বিএন দুলাল, গনেশ ভৌমিক, লিয়াকত আলী লিটন মাঝি, মাকসুদুর চৌধুরী সুমন, নজরুল ইসলাম সাচ্চু, তাসনিম তিশা তানিয়া, হাজী দোলোয়ার হেসেন, জুই সেন পাল, সাজ্জাদ সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সকলেই আসন্ন বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।