ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তুরস্কের সহায়তায় শুক্রবার (১০ অক্টোবর) তাকে বিশেষ বিমানে করে আঙ্কারায় নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছেন আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক।
গত রাতে এক বিবৃতিতে রাষ্ট্রদূত জানান, ‘তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শহিদুল আলমকে আজই মুক্ত করে আঙ্কারায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী। তবে এখনই শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং দ্রুত অগ্রগতির চেষ্টা চলছে।’
শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে ‘অবৈধভাবে আটক’ করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ। এ ঘটনার পরপরই জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, এই তিন দেশে অবস্থিত দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে চলছে।