বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

ভবের হাটের নজরুলসংগীত সন্ধ্যা “ভালবাসো মোর গান”

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

সিডনিতে অনুষ্ঠিত হলো নজরুলসংগীতের এক অনিন্দ সুন্দর আয়োজন—“ভালবাসো মোর গান”। গত শনিবার, ২০ সেপ্টেম্বর, ক্যাম্পবেলটাউন আর্টস সেন্টার পারফরম্যান্স হলে আয়োজিত এই মনোমুগ্ধকর অনুষ্ঠানে প্রবাসী নজরুলভক্তদের উপস্থিতি প্রমাণ করে দিল কাজী নজরুল ইসলামের প্রতি তাঁদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।

তিন ঘন্টার এই আয়োজন সাজানো হয় কবি নজরুলের জীবনী, গান, কবিতা, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে। গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ছিলেন রাজন নন্দী। শুরুতেই রিখিয়ার কোরিওগ্রাফি ও ক্লাসিক্যাল নৃত্যের কারিশমা দর্শকদের মুগ্ধ করে তোলে।

অনুষ্ঠানের মূল শিল্পী হিসেবে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতারের নজরুলসংগীত শিল্পী এবং বর্তমানে সিডনি প্রবাসী লামিয়া আহমেদ লুনিয়া। তাঁর দরাজ ও সুরেলা কণ্ঠে পরিবেশিত প্রতিটি গান দর্শক-শ্রোতাদের আবিষ্ট করে রাখে। অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফারিয়া আহমেদ আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন। তিনি জানান, নজরুলপ্রেম এবং ছোট বোনকে অনুপ্রেরণা দেওয়ার টানেই তিনি আসেন। প্রবাসে “বাউল কন্যা” হিসেবে পরিচিত ফারিয়া আহমেদের পরিবেশিত গানও শ্রোতাদের মন জয় করে।

সহশিল্পীদের মধ্যে ছিলেন সিডনির পরিচিত মুখ বনফুল ও নিলাদ্রী, যাঁদের গান শ্রোতাদের করতালিতে মুখর করে তোলে। নৃত্য পরিবেশন করেন অর্পিতা সোম চৌধুরী। বিশেষ আকর্ষণ ছিল গুরু-শিষ্যের যুগল পরিবেশনা “জাগো নারী জাগো বন্‌হি শিখা”, যেখানে অর্পিতার সঙ্গে অংশ নেন নাভেরা কবীর, লামিয়া আহমেদের কন্যা। দর্শকরা উচ্ছ্বাস ও করতালির মাধ্যমে তাঁদের অভিনন্দিত করেন।

কবিতা ও অভিনয়ে পরিবেশনায় বিশেষ মাত্রা যোগ করেন শাকিল চৌধুরী। যন্ত্রশিল্পীদের মধ্যে ছিলেন তবলায় বিজয় সাহা, অক্টোপ্যাডে আলী কাওসার, গিটারে বনফুল ও কী-বোর্ডে নিলাদ্রী।

মিডিয়া কাভারেজে ছিলেন সিডনি প্রতিদিনের নাইম আবদুল্লাহ, স্টিল ফটোগ্রাফিতে কবির উদ্দিন এবং ভিডিওগ্রাফিতে পাপ্পু। ব্যাকস্টেজে সহায়তায় ছিলেন সুমন কবীর, শহিদুজ্জামান সুমন, আবরার এবং জাকী খন্দকার।

সমাপনী পর্বে লামিয়া আহমেদ পরিবেশন করেন নজরুলের অমর গান “তবু আমাকে দেব না ভুলিতে”। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ইলা সিরাজ, যিনি ১৯৭৩–৭৪ সালে বাংলাদেশ বেতারে নজরুলসংগীত পরিবেশন করেছেন এবং কবি নজরুলের সান্নিধ্যে থেকেছেন। কবি নজরুলের চেতনা ও সাম্যবাদ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কলামিস্ট ও প্রাবন্ধিক অজয় দাশ গুপ্ত।

অনুষ্ঠান শেষে আয়োজক জাকী খন্দকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আরও বৃহৎ আয়োজনে দেখা হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ আয়োজনে উপস্থিত ছিলেন—ক্যাম্পবেলটাউন সিটির কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান অ্যাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুল খান, বাপ্পী খান, গামা কাদের, শফিকুল আলম, নোমান শামীম, কৃষিবিদ আ: জলিল, নাসিম সামাদ, কৃষিবিদ ওয়ারেস বাবুল, থিয়েটার ব্যক্তিত্ব শাহীন শাহনেয়াজ ও মজনুন মিজান, একুশে একাডেমির নিহাল নিয়ামুল বারী , সংগীতশিল্পী একে এম ফারুক, রোকসানা বেগম, আনিসুর রহমান নিশাত আরা সিদ্দিক রিপা, আবৃত্তিকার নাসিমা আক্তার, ওয়ান স্টপ বিল্ডার্সের সেলিম চৌধুরী সহ অসংখ্য প্রবাসী নজরুলপ্রেমী।

সিডনিবাসী নজরুল অনুরাগীদের স্মৃতিতে এ আয়োজন চিরকাল অম্লান হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category