বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ১১তম বার্ষিক সাধারণ সভা এবং ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর (রোববার) অস্ট্রেলিয়ার সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে নার্গিস বানুর সঞ্চালনায় বিপুল সংখ্যক সাধারণ সদস্যদের উপস্থিতিতে সভার সূচনা হয়।

সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশের সভাপতিত্বে শুরু হওয়া সাধারণ সভায় তিনি সংগঠনের সার্বিক চিত্র তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় একটি ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ গত এক বছরের কর্মকাণ্ডের বার্ষিক প্রতিবেদন এবং গত বছরের সভার কার্যবিবরণী উপস্থাপন করেন, যা আলোচনার পর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কোষাধ্যক্ষ হালিমুসসান সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন, যা অনুমোদন লাভ করে।

সভার প্রশ্নোত্তর পর্বে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের বেশ কিছু পরামর্শ গ্রহণ করা হয়।

বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি দায়িত্ব অর্পণ করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবদুল লতিফ শিকদার, সহকারী নির্বাচন কমিশনার ড. তুষার দাশ এবং কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদের কাছে।

প্রধান নির্বাচন কমিশনার জানান, সংবিধানের বিধান অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কার্যনির্বাহী কমিটির একুশটি পদের জন্য মনোনয়নপত্র আহ্বান করা হলেও সব পদেই একক প্রার্থী থাকায় ভোটগ্রহণ ছাড়াই সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

২০২৫-২০২৬ সালের নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল মান্নান আকাশ, সহ-সভাপতি গোলাম মওলা ও এম এ আহসানুল হাদি, সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ, সহযোগী সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, কোষাধ্যক্ষ জাহিদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক সাকিনা আক্তার, প্রকাশনা সম্পাদক নুসরাত হুদা কান্তা, শিক্ষা ও গবেষণা সম্পাদক সেলিম মমতাজ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক নার্গিস বানু এবং ক্রীড়া সম্পাদক হায়াত মাহমুদ।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন তানিয়া ফারজানা, খায়রুল হক চৌধুরী, মোহাম্মদ নাজমুল হক, জুবায়ের মিয়া, শুভ্র প্রকাশ চৌধুরী, দিবাকর সমাদ্দার, মো. শফিকুল আলম, নুসরাত জাহান স্মৃতি, নাফিস আহমেদ খন্দকার ও এ এস এম হালিম উল্লাহ।

সভাপতি কামরুল মান্নান আকাশ পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির হাতে দায়িত্ব অর্পণ করেন। তিনি নবনির্বাচিত সদস্যদের উত্তরীয় পরিয়ে অভিনন্দিত করেন এবং বলেন, ‘প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্যম এই সংগঠনকে আরও উচ্চতায় পৌঁছে দেবে।’

আনুষ্ঠানিকতা শেষে দুপুরের খাবারের পর সংগীত পরিবেশন করেন সিডনির জনপ্রিয় শিল্পী মাসুদ মিথুন ও রুমানা হক। প্রায় দুই ঘণ্টা ধরে তারা সঙ্গীত পরিবেশনা করে উপস্থিতদের মুগ্ধ করেন। বিকাল পাঁচটায় সভাপতি কামরুল মান্নান আকাশ ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category