সিডনির ইঙ্গেলবার্নে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শঙ্খনাদ আয়োজিত শারদ মেলা। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত স্থানীয় গ্রেগ পারসিভাল হলে চলবে এই দিনব্যাপী বর্ণিল আয়োজন।
মেলায় থাকবে শাড়ির স্টল, ফ্যাশন শো, দেশীয় খাবারের দোকানসহ নানা আয়োজন। লাইব্রেরি হলে সাজানো হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের মেলার বিশেষ আকর্ষণ হবে গুণীজন সম্মাননা। বাংলাদেশি কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো হবে। তারা হলেন—
• প্রবীর মৈত্র – সাবেক কাউন্সিলর, রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘদিন ধরে সক্রিয়। লেবার পার্টির কার্যক্রমের সঙ্গেও যুক্ত থেকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করেছেন।
• অজয় দাশগুপ্ত – প্রবাসে থেকেও নিয়মিত লেখালেখি করে পরিচিতি পাওয়া লেখক, কবি ও কলামিস্ট। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
• কাউন্সিলর মাসুদ চৌধুরী – ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি। স্থানীয় উন্নয়ন, জনসেবা ও কমিউনিটির অধিকার রক্ষায় কাজ করছেন।
• ড. সমীর সরকার – চিকিৎসক ও সমাজসেবক। বর্তমানে অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন (ABHA)-এর সভাপতি হিসেবে স্বাস্থ্যসেবা ও কমিউনিটির কল্যাণমূলক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
শঙ্খনাদ ইনকের আয়োজকদের পক্ষ থেকে গনেশ ভৌমিক বলেন, “আমাদের উদ্দেশ্য কেবল একটি উৎসব আয়োজন করা নয়, বরং কমিউনিটিতে যারা দীর্ঘদিন অবদান রেখে চলেছেন তাদের সম্মান জানানো। নতুন প্রজন্মের কাছে তাদের কাজ ও প্রেরণা পৌঁছে দেওয়াই এই সংবর্ধনার মূল লক্ষ্য।”
বাংলাদেশি প্রবাসীদের কাছে শারদ মেলা শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এক মিলনমেলা। বিনোদন, ঐতিহ্য আর প্রবাসজীবনের বন্ধনকে নতুন মাত্রায় ছড়িয়ে দিতে আগামীর এই আয়োজন হয়ে উঠবে এক বিশেষ উৎসব।