অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়ির ধাক্কায় পাঁচ মাস বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। এছাড়াও এ মর্মান্তিক ঘটনায় পাঁচ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।
সোমবার(১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মিন্টোর ব্রুকফিল্ড রোডে একটি পার্কিংয়ে এক মহিলার গাড়ি উল্টে যাওয়ার সময় এই মারাত্মক ঘটনাটি ঘটে।
জানা যায়, আজ বিকেলে ৩৫ বছর বয়সী এক চালকের রেনল্ট এসইউভি দুটি শিশুকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। প্যারামেডিকরা আসার আগেই পুলিশ পাঁচ মাস বয়সী শিশুটির উপর সিপিআর শুরু করে, তবে তাকে বাঁচানো যায়নি। গুরুতর অবস্থায় বড় শিশুটিকে ওয়েস্টমিড শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় চালক শারীরিকভাবে আহত হননি, তবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। ইতিমধ্যে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।