অস্ট্রেলিয়ার সিডনিতে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট রবিবার সিডনির অ্যাশফিল্ড সিভিক সেন্টারের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ড. সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং সাঃ সম্পাদক বুলবুল আহমেদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন, আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও ৫২’র ভাষা আন্দোলন এবং ৭১’র মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।
সভায় বিগত বছরের কার্যবিবরণী ও প্রতিবেদন উপস্থিত তুলে ধরা হয় এবং সর্বসম্মতিক্রমে প্রতিবেদনসমূহ গৃহীত হয়।
অনুষ্ঠানে সংগঠনের নিজস্ব সাংস্কৃতিক দল ‘অভিযাত্রী’ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনে সকলেই মুগ্ধ হয়।