শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

সিডনির গ্র্যানভিলে এথনিক বাজারের আয়োজনে দোসেরা এক্সিবিশন ২০২৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

আগামী ২০শে সেপ্টেম্বর, শনিবার সিডনির গ্র্যানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য দোসেরা এক্সিবিশন ২০২৫। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ উৎসবমুখর আয়োজন।

দুর্গা পূজার বিশাল উৎসবকে সামনে রেখে Ethnic Bazaar Australia-র উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে থাকছে উৎসবের জন্য বিশেষ কেনাকাটার বিশাল সমাহার। দেশি ও প্রবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রদর্শনীতে দেখা যাবে পোশাক, গয়না, সাজসজ্জার সামগ্রী, হস্তশিল্প এবং আরও নানা ধরনের সংগ্রহ।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এ আয়োজন শুধু কেনাকাটার উৎসব নয় বরং এটি হবে এক সাংস্কৃতিক মিলনমেলা। বিশেষ করে নারী উদ্যোক্তাদের উদ্যোগকে সমর্থন ও প্রচারের মাধ্যম হিসেবেই প্রদর্শনীটির মূল উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে।

পরিবার-পরিজন নিয়ে উৎসবের আবহে দিনটি উপভোগ করার জন্য সকলকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকদের পক্ষ থেকে উর্মি তালুকদার।

উল্লেখ্য যে চতুর্থবারের মতো আয়োজিত এই মেলায় থাকবে বাংলাদেশ, ভারত ও নেপালের প্রায় ৩০টি মতো বুটিক স্টল ও ফুড স্টল ।এই স্টল গুলোতে থাকবেঃ শাড়ি, পাঞ্জাবি ও সালোয়ার কামিজের সেট,
ডিজাইনার গয়না, জুতো, হস্ত শিল্পকর্ম, ঐতিহ্যবাহী উপহার সামগ্রী ও দেশি খাবারসহ আরও অনেক কিছু।
এছাড়াও দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন নানান ধরনের আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজন ।

তথ্য ও যোগাযোগ: 0433502608
dussehraexhibition@gmail.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category