শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

সিডনিতে এক টুকরো বাংলাদেশের সফল আয়োজন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ Time View

আজ সিডনির The Ponds Community Hub হয়ে উঠেছিল ছোট্ট এক বাংলাদেশ। ‘হৃদয়ে বাংলাদেশ’ আয়োজিত “এক টুকরো বাংলাদেশ” উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল অনন্য, আবেগে ভরা এবং স্মরণীয়।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপিকা অনিতা মন্ডলের সুললিত কণ্ঠে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং সকল অতিথিদের ও উদ্যোক্তাদের মঞ্চে স্বাগত জানান । অতিথিদের পরিচয় করিয়ে দেন, আর সেই মুহূর্তেই সারা হলজুড়ে এক অন্যরকম আবহ তৈরি হয়। কারন এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ দিক ছিল অতিথি নির্বাচনে আয়োজকদের দৃষ্টিভঙ্গি। এখানে শুধু পরিচিত মুখই নয়, বরং কমিউনিটির জন্য কাজ করা শ্রদ্ধেয় ব্যক্তিদের পাশাপাশি নতুনদেরকেও অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবং যথাযথ সম্মান প্রদর্শন করা হয়। এই সম্মানই প্রমাণ করেছে, আয়োজনটির ভিত্তি ছিল কেবল ব্যবসায়িক নয়, বরং একটি সমন্বিত সামাজিক দৃষ্টিভঙ্গি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুস সালেকিন, বাসব রায়, শায়লা জাহিদ, নাহিদ সায়মা,, সাবরিন ফারুকী, পূরবী পারমিতা বোস, এলিজা আজাদ টুম্পা , সুরঞ্জনা জেনিফার রহমান , শাখাওয়াৎ নয়ন, মালা ঘটক চৌধুরী,এবং উদ্যোক্তাদের ভেতর থেকে ছিলেন নুসরাত এষা ।

এরপর সবাই মিলে পরম শ্রদ্ধায় গাওয়া হলো বাংলাদেশের জাতীয় সংগীত — যেন দূর প্রবাসেও সবার বুকের ভেতর জেগে উঠল লাল-সবুজের অটুট টান।

হলজুড়ে সেজে উঠেছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী সামগ্রী, পোশাক, কারুশিল্প ও শিল্পকর্মের মনোমুগ্ধকর প্রদর্শনীতে। প্রতিটি কোণেই ছিল বাংলার গন্ধ, বাংলার রঙ। ডেকোরেশনের শৈল্পিকতায় যেন কেউ সামান্য সময়ের জন্য হলেও ভুলে গিয়েছিল, এটি সিডনির এক কমিউনিটি হল — মনে হচ্ছিল সত্যিই আমরা দাঁড়িয়ে আছি নিজের দেশেই। গতানুগতিক সামগ্রীর সাথে ছিল বইয়ের স্টল এবং গাছপালার স্টল ।

সবচেয়ে হৃদয়স্পর্শী ছিল একটি বিষয় — সব উদ্যোক্তাদের প্রোডাক্ট একসাথে রাখা হয়েছিল। সেখানে প্রতিযোগিতা নয়, বরং ছিল সহযোগিতা; সবাই সবার পণ্য একসাথে ক্রেতাদের সামনে তুলে ধরছিল। এমন আন্তরিকতা, এমন সৌহার্দ্য — সত্যিই এক বিরল অভিজ্ঞতা।

প্রতিটি উদ্যোক্তার মুখে ছিল উচ্ছ্বাস, প্রতিটি স্টলে ছিল অতিথিদের জন্য আন্তরিক আপ্যায়ন। ক্রেতা-বিক্রেতার এই উষ্ণ মেলবন্ধন প্রমাণ করেছে, প্রবাসেও বাঙালিরা শুধু ব্যবসা করে না, তারা ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে তোলে।

এই বিশেষ আয়োজনের পেছনে ছিলেন কয়েকজন নিবেদিতপ্রাণ উদ্যোক্তা —
• প্রবাসে বাঙলার ঐতিহ্য
• বিভাবরী
• Design by SHAMPZ
• Mayurakkhi International
• KJ Atelier
• দেশিও ঐতিয্য by Sanjida

এছাড়াও ফুড স্টলগুলোতে ছিল বৈচিত্র্যময় দেশীয় স্বাদের ভাণ্ডার —
Fuska House, Mukhorochok, Ghoroa Sweets by Shoma, Couple of Chef, Mr. Naga

Plant stall – Aruliya
Book stall- ikrimikri
Mehedi- Henna by Lubaba

আজকের এই আয়োজন শুধু একটি প্রদর্শনী বা মেলা নয়, বরং ছিল প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐক্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এক টুকরো বাংলাদেশ” আজ সিডনিকে দিয়েছে দেশকে ছুঁয়ে থাকার আবেগ, দিয়েছে ঐক্যের শক্তি আর দিয়েছে নতুন প্রজন্মের কাছে গর্বের এক অনন্য উপহার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category