বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাধারণ সভা আজ ইঙ্গলবানস্থ দাওয়াত রেস্তোরাঁয় সংগঠনের কনভেনর জনাব মনিরুল হক জর্জের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংগঠনের দ্বিবার্ষিক বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নতুন নির্বাহী কমিটি গঠনের নির্বাচন আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে জানানো হয়, ভোটার তালিকা প্রণয়নের জন্য আজ ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত সদস্যপদ গ্রহণ বা নবায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা সদস্য হবেন বা সদস্যপদ নবায়ন করবেন কেবল তারাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

সভায় আগামী নির্বাচনে জন্য নির্বাচক মণ্ডলীর সদস্য হিসেবে ৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর ভেতর থেকে তিনজনকে নির্বাচক হিসেবে মনোনীত করা হবে।
এছাড়াও, সংগঠনের সংশোধিত সংবিধান অনুমোদনের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বরাঃ জনাব গামা আব্দুল কাদির, শাহাদাত হোসেন, ডঃ সিরাজুল হক, কায়সার আহমেদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ, আশিক রহমান অ্যাশ, সাংবাদিক আব্দুল মতিন, মোবারক হোসেন,

রুহুল আমিন সরদার, জনাব আরজু, বেল্লাল ঢালী, একে এম ফজলুল হক শফিক, মোস্তাফিজুর রহমান তালুকদার, গণেশ ভৌমিক, আবুল হাসান, কামাল পাশা, সেলিমা বেগম, পুরবী পারমিতা বোস, মাকসুদুর রহমান সুমন চৌধুরী, হাজী দেলোয়ার,

সাজ্জাদ সিদ্দিক,, কিশোয়ার আক্তার, আভা ইসলাম, তৌহিদুল ইসলাম, মাহফুজ চৌধুরী খসরু, তৌহিদুল হক, ডঃ বি এন দুলাল, মোহাম্মদ লিটন, ইফতেখার উদ্দিন ইফতু, জুঁই সেন পল প্রমুখ।

