সিডনির সংগীতপ্রেমীদের জন্য এক অনন্য আয়োজন হতে যাচ্ছে আগামী ২৩শে আগস্ট ২০২৫, শনিবার। বিশ্বখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মিতালি ভৌমিক (যুক্তরাষ্ট্র থেকে আগত) সিডনিতে পরিবেশন করবেন তার সুরময় গানের ভাণ্ডার।
এই সঙ্গীত সন্ধ্যায় তার সঙ্গে থাকবেন দুইজন বিশিষ্ট শিল্পী—
• তেজাস জগতাপ (হারমোনিয়াম)
• অভিজিৎ দান (তবলা)
“World of Indian Classical Music” শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হবে 97 Hydrae Street, Revesby 2212-এ। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সূক্ষ্মতা ও মাধুর্য তুলে ধরতে এ আয়োজনকে ঘিরে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংগীতপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় সংগীতচর্চাকারীরাও বিশ্বাস করছেন, এ অনুষ্ঠান তরুণ প্রজন্মকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আরও অনুপ্রাণিত করবে।এবং উল্লেখ্য যে তিনি বাঙালি হবার সুবাদে শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি নজরুল সংগীত ও গেয়ে থাকেন।আগ্রহী শ্রোতা দর্শকদের বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে— নিম্নলিখিত মোবাইল নম্বরে 0466 664 567, 0455 550 008