বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনক.-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২২৭ Time View

সিডনি প্রতিনিধি

বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনক. (BSPC) ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার, ২ আগস্ট ২০২৫ তারিখে টুংগাবি কমিউনিটি সেন্টার, ২৪৪ টার্গো রোড, টুংগাবি, নিউ সাউথ ওয়েলস-এ। সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সংস্থার প্রেস রিলিজ অনুযায়ী, নির্বাচনে নিম্নোক্ত সদস্যরা নতুন কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন—

পদ — নাম
• সভাপতি — মি. সুরজিৎ রায়
• সহ-সভাপতি — মি. লিটু পোদ্দার
• সাধারণ সম্পাদক — মিসেস রানি মন্ডল
• সহকারী সাধারণ সম্পাদক — মি. তাপস কুমার সরকার
• কোষাধ্যক্ষ — মি. বিপ্র জ্যোতি দত্ত
• সাংস্কৃতিক সম্পাদক — মিসেস মালা ঘটক চৌধুরী
• প্রচার সম্পাদক — মি. উজ্জ্বল রায়

সদস্যবৃন্দ
• মি. রথীন্দ্র নাথ ঢালি
• মি. বিপ্লব দাস
• মিসেস শর্মিষ্ঠা ফণি
• মি. আশোক রায় (এক্স-অফিসিও)

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মি. নারায়ণ চৌধুরী।
বার্ষিক সাধারণ সভা কেবল নেতৃত্ব বদলের আনুষ্ঠানিকতা নয়—এটি সংগঠনের গত এক বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে দিকনির্দেশ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। নির্বাচন কমিশনার মি. নারায়ণ চৌধুরীর তত্ত্বাবধানে ভোটাভুটি ও নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়।

নতুন কমিটির প্রতি প্রবাসী সম্প্রদায়ের প্রত্যাশা—তারা যেন সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি প্রজন্মান্তরের মধ্যে সংযোগ স্থাপন, তরুণদের সম্পৃক্তকরণ এবং মূলধারার অস্ট্রেলিয়ান সমাজে বাংলা সংস্কৃতির প্রচার বাড়াতে সক্রিয় ভূমিকা পালন করে।
বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনক. বহু বছর ধরে সিডনিতে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও পূজা-পার্বণ উদযাপনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে আগামী এক বছরে সংগঠনটি সাংস্কৃতিক কার্যক্রম ও কমিউনিটি সেবা আরও প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন ২০২৫-২৬ মেয়াদের প্রচার সম্পাদক উজ্জ্বল রায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category