সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৬১ Time View

আজ ১০ আগস্ট ২০২৫ রবিবার বিকেল ৫টায় সিডনির মিন্টোতে অবস্থিত জমিদার বাড়ি রেস্তোরাঁয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আয়োজক মনিরুল হক জর্জ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বাবু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও মালয়েশিয়ার একটি সুপরিচিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব মুহাম্মদ হান্নান। অন্য বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি-অস্ট্রেলিয়ান সিনিয়র সিটিজেন জনাব গামা আব্দুল কাদির, যিনি সংগঠনের ইতিহাস তুলে ধরে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর জোরালো বক্তব্য রাখেন।

এছাড়াও বক্তব্য দেন কায়সার আহমেদ, কাউন্সিলর আশিকুর রহমান অ‍্যাশ, একেএম হক, রুহুল আমিন, হাসান আহমেদ, পূরবী পারমিতা বোস, লিয়াকত আলী লিটন মাঝি প্রমুখ।

গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য কায়সার আহমেদ আগামী জেনারেল মিটিংয়ে উপস্থাপনের জন্য প্রস্তাবিত সংশোধনীর খসড়া পেশ করেন, যা বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ৩১ আগস্ট ২০২৫-এর মধ্যে যারা নতুন সদস্যপদ গ্রহণ বা নবায়ন করবেন, তারা পরবর্তী জেনারেল মিটিংয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে সদস্যপদ গ্রহণ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চালু থাকবে।

সিদ্ধান্ত হয়, আগামী ৩১ আগস্ট ২০২৫ তারিখে সাধারণ সভা অনুষ্ঠিত হবে, যেখানে সর্বসম্মতভাবে নতুন ফুল-ফ্লেজড এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত করা হবে। এছাড়া সর্বসম্মতভাবে গৃহীত হয় যে, পূর্ণ নির্বাহী কমিটি নির্বাচিত না হওয়া পর্যন্ত লিয়াকত আলী লিটন মাঝি কার্যনির্বাহী ট্রেজার হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ও নৈশভোজের আমন্ত্রণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category