বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের গরুর মাংস আমদানিতে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা শিথিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯ Time View

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘অ-বৈজ্ঞানিক বাণিজ্যে বাধা’র বিরুদ্ধে একটি বড় জয় বলে মনে করছে।

২০০৩ সালে ‘ম্যাড কাউ ডিজিজ’ ছড়িয়ে পড়ার পর গরুর মাংস আমদানির বিষয়ে বিধিনিষেধ আরোপ করে সরকার।

গত এপ্রিলে হোয়াইট হাউস যখন অস্ট্রেলিয়ার ওপর শুল্ক আরোপের কথা বলছিল, তখন এসব বিধিনিষেধের বিষয়টি আলোচনায় আসে।

তবে বাণিজ্য বিরোধের সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সরকার বলছে, এক দশকের দীর্ঘ তদন্তের পর যুক্তরাষ্ট্র গরুর মাংস সুরক্ষায় তাদের নিয়ম উন্নত করেছে বলে প্রমাণিত হয়েছে।

অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স বৃহস্পতিবার বলেছেন যে, ম্যাড কাউ রোগ থেকে অস্ট্রেলিয়াকে সুরক্ষায় যে গরুর মাংস আমদানিতে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা শিথিল করা হলেও বিষয়টি জৈব নিরাপত্তার সাথে আপস করবে না।

অস্ট্রেলিয়া উন্মুক্ত এবং মুক্ত বাণিজ্যের পক্ষে, আমাদের গবাদি পশু শিল্প এর থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে,’ কলিন্স এক বিবৃতিতে বলেছেন।

এদিকে অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন— এখন আমরা অস্ট্রেলিয়াতে প্রচুর গরুর মাংস রপ্তানি করবো। কারণ এটা প্রমাণিত যে, মার্কিন গরুর মাংস পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে নিরাপদ এবং সেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category