বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :

শঙ্খনাদ ইনক-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২০২৫-২৬ সালের কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১২৯ Time View

সিডনির অন্যতম দুর্গাপূজা আয়োজক সংগঠন শঙ্খনাদ ইনক-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে শনিবার, ১২ জুলাই ২০২৫, পূর্ব ক্যাম্পবেলটাউন কমিউনিটি হলে। সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২০২৫-২৬ সালের কমিটি, যা সংগঠনের মূল শারদীয় দুর্গা পূজাসহ সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মযজ্ঞ পরিচালনার মূল দায়িত্বে থাকবে।

শঙ্খনাদ ইনক মূলত একটি পূজা কমিটি, যারা প্রতি বছর তিথি অনুযায়ী ক্যাম্পবেলটাউন কাউন্সিলের অনুমোদিত পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজার আয়োজন করে আসছে। পাশাপাশি তারা প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পরিচালনা করে।

নতুন কমিটি (২০২৫-২৬):
• সভাপতি: রবীন্দ্র চন্দ্র দাস
• সাধারণ সম্পাদক: রিপন ভট্টাচার্য্য
• কোষাধ্যক্ষ: রাজীব দাস
• সাংস্কৃতিক সমন্বয়ক: হিমেল পরাশ হোরে
• আতিথেয়তা সমন্বয়ক: রিকু চৌধুরী
• প্রকাশনা সমন্বয়ক: কল্লোল চৌধুরী
• যোগাযোগ সমন্বয়ক: শিমুল দেবনাথ

কমিটির সদস্যবৃন্দ:
পুনম নন্দী, শ্রেয়সী দাস, রোমেন কর্মকার, সুমিত হালদার, তন্ময় দেব, নিখিল চন্দ্র সরকার, দেব মুখার্জী, সুদীপ্ত দাস, সুদীপ্ত চক্রবর্তী পান্তো এবং কিরণ ধর।

নবনির্বাচিত সভাপতি রবীন্দ্র চন্দ্র দাস বলেন,

“শঙ্খনাদ ইনক শুধু একটি ধর্মীয় সংগঠন নয়, এটি একটি বাঙালি সাংস্কৃতিক সংগঠন ও—যা সিডনির বাঙালি কমিউনিটির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। আমরা চাই, এবছর পূজা ও সংশ্লিষ্ট আয়োজনগুলো আরও সুন্দর, সুশৃঙ্খল ও কমিউনিটি-বান্ধব হোক।”

সাধারণ সম্পাদক রিপন ভট্টাচার্য্য বলেন,

“প্রবাসে পূজার আয়োজন শুধু ধর্ম নয়—এটি আমাদের সংস্কৃতির পরিপূর্ণতা। নতুন কমিটি সম্মিলিতভাবে কাজ করে পূজাকে সকলের জন্য এক আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করবে।”

সভা শেষে সদস্য ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত পূজা কমিটির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং আসন্ন দুর্গাপূজা ২০২৫ ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজনে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।

আমাদের কথা নিউজ পোর্টাল-এর পক্ষ থেকেও নবগঠিত পূজা কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category