অস্ট্রেলিয়ায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশিদের অন্যতম সাংগঠনিক প্ল্যাটফর্ম বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর ২০২৫-২৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
গত শনিবার, ১২ জুলাই সন্ধ্যায় সিডনির কোগ্রা উপশহরের সেন্ট জর্জ কমিউনিটি সেন্টারে বিপিএ-র বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়। সভাপতি দিলীপ দত্তের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিপুল সংখ্যক সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। সভাটি ছিল প্রাণবন্ত ও কার্যকর আলোচনায় পরিপূর্ণ।
সাধারণ সম্পাদক দিবাকর সমাদ্দার এবং কোষাধ্যক্ষ সুকান্ত দেব তাঁদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পর সংগঠনের অতীত ও বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের রূপরেখা নিয়ে অংশগ্রহণকারীরা বিশদ আলোচনা করেন।
আলোচনার পর নির্বাচনী কার্যক্রমে প্রবেশ করে সভা। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের নেতৃত্বে—তুষার রায়, আশুতোষ কর্মকার ও রিঙ্কু দাসের তত্ত্বাবধানে—সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে সুকুমার ভক্ত সভাপতি ও জ্যোতি বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
• সহসভাপতি: জন্মেজয় রায় ও অভিজিৎ সাহা
• যুগ্ম সম্পাদক: সুজন দে
• কোষাধ্যক্ষ: সুকান্ত দেব
• সাংস্কৃতিক সম্পাদক: রাখী রায় (বাবলী)
• সাংগঠনিক সম্পাদক: পলাশ ভৌমিক
• প্রকাশনা ও প্রচার সম্পাদক: সুভাষ সাহা
• আপ্যায়ন সম্পাদক: অমিত দাস
কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
দিলীপ দত্ত, দিবাকর সমাদ্দার, দেবী সাহা, সমীর রায়, মৌসুমী সাহা, কৃষ্ণ দে আকাশ, অশোক কুমার দাস, বিশ্বজিৎ সাহা ও প্রাণেশ দাস।
পাবলিক অফিসার হিসেবে আগের মতোই দায়িত্ব পালন করে যাবেন চন্দন সাহা।
সভা শেষে এক আনন্দঘন পরিবেশে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
নতুন নেতৃত্বের মাধ্যমে বিপিএ আগামী দিনগুলোতে আরও সুসংগঠিতভাবে প্রবাসে হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে লালন ও বিকাশে ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সকলের।