বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :

শারদ মেলা ২০২৫ উপলক্ষে সিডনিতে শঙ্খনাদ ইনক-এর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৪৪ Time View

প্রবাসে বাঙালির শারদীয় আবেগকে ঘিরে নতুন মাত্রা আনতে এবারই প্রথম দুর্গাপূজা উপলক্ষে “শারদ মেলা ২০২৫” আয়োজন করতে যাচ্ছে সিডনির ঐতিহ্যবাহী পূজা ও সাংস্কৃতিক সংগঠন শঙ্খনাদ ইনক। আজ শুক্রবার সন্ধ্যায় মিন্টুস্থ নওয়াব রেস্টুরেন্টে এক ঘরোয়া ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন, যেখানে সংগঠনের পক্ষ থেকে এই শারদ মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার), সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হলে অনুষ্ঠিত হবে এই শারদ মেলা। সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোর প্রতিযোগিতা, সম্মাননা প্রদান, বাঙালি খাবারের পসরা এবং নানা চমকপ্রদ আয়োজন নিয়ে এটি হতে চলেছে এক প্রানবন্ত মিলনমেলা।


শঙ্খনাদ ইনক-এর সভাপতি রবীন্দ্র চন্দ্র দাস বলেন, আমরা বহু বছর ধরে ক‍্যাম্পবেলটাউন কাউন্সিলের অনুমোদিত দুর্গাপূজার আয়োজক। এই প্রথম সেই পূজাকে ঘিরেই শারদ মেলার উদ্যোগ নিয়েছি—যাতে ধর্মীয় উৎসবের পাশাপাশি আমাদের সাংস্কৃতিক পরিচয়ও আরও জোরালোভাবে তুলে ধরা যায়।

প্রাক্তন সভাপতি গণেশ ভৌমিক বলেন, আমরা চাই এই মেলাটি শুধু একটি অনুষ্ঠান হিসেবে সীমাবদ্ধ না থেকে একটি প্রজন্ম থেকে প্রজন্মে সংযোগের মঞ্চ হয়ে উঠুক। নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত করাটাই আমাদের মূল উদ্দেশ্য এবং সংগঠনের পাশে থেকে যারা সব সময় সহযোগিতা করে আসছে তাদের সম্মাননা প্রদান করা।


প্রাক্তন সাধারণ সম্পাদক কামনাশীষ চৌধুরী বলেন, শারদ মেলা আমাদের ভাষা, সঙ্গীত ও সংস্কৃতির বহিঃপ্রকাশ যা নতুন প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়: আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের সংস্কৃতি কতটা সমৃদ্ধ।

প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক সুমন বর্ধন বলেন, আমরা সবাইকে—বিশেষ করে নতুন প্রজন্ম ও পরিবারসহ বাঙালি কমিউনিটিকে—আমন্ত্রণ জানাচ্ছি এই প্রাণের উৎসবে অংশ নিতে। এটা শুধু অনুষ্ঠান নয়, আমাদের আত্মপরিচয়ের উৎসব।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিডনির বিশিষ্ট সাংবাদিক,সিডনি প্রতিদিনের আবু আব্দুল্লাহ এবং আমাদের কথা নিউজ পোর্টালের পূরবী পারমিতা বোস।সমাজকর্মী ও কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—মোঃ শফিকুল আলম, কায়সার আহমেদ, কাউন্সিলর অ‍্যাশ রহমান, ফাগুন হাওয়ার সভাপতি তিশা তানিয়া, জুঁই পাল, সুদীপ্ত দাশ, রিকু চৌধুরী, সুমিত হালদার সহ আরও অনেকে। তারা সকলেই শঙ্খনাদ ইনক-এর এ নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং শুভকামনা জানান।
দীর্ঘদিন ধরে শঙ্খনাদ ইনক শারদীয় দুর্গাপূজা সিডনির ক্যাম্পবেলটাউন কাউন্সিলে তিথি অনুযায়ী সুনামের সঙ্গে পালন করে আসছে। প্রবাসে ধর্মীয় ভাবগম্ভীরতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটানোয় সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক এই সম্মিলন আজ এক নতুন রূপে রূপায়িত হতে চলেছে—শারদ মেলার আকারে।

শঙ্খনাদ ইনক-এর এই নতুন পদক্ষেপ শুধু প্রবাসী বাঙালির উৎসব নয়—এটি এক সাংস্কৃতিক আত্মপ্রকাশ, যা সিডনির বহুজাতিক সমাজে বাঙালি পরিচয়কে আরও দৃঢ় ও গর্বিতভাবে তুলে ধরবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category