বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

রাসেলের বিদায়ী ম্যাচে সহজ জয় অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬১ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আন্দ্রে রাসেলের বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় স্বাগতিকরা। তবে এই লক্ষ্য ৮ উইকেট ও ২৮ বল হাতে রেখেই তুলে ফেলে অজিরা।

কিংস্টনে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ও জাম্পার বোলিং ঘূর্ণিতে একশোর আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিংয়ের ৫১ রান ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং সংগ্রহ পেতে সহায়তা করে।

নিজের খেলা শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রাসেল। যেখানে ছিল ২ চারের পাশাপাশি চারটি বিশাল ছক্কা। ইনিংসের ১৭তম ওভারে তাকে আউট করেন এলিস। মাঠ ছাড়ার আগে অস্ট্রেলিয়ার সকল ক্রিকেটাররা তার সঙ্গে হাত মেলান। শেষ দিকে গুতাকেশ মোতির অপরাজিত ৯ বলে ১৮ রান ওয়েস্ট ইন্ডিজকে ভালো অবস্থায় নিয়ে যায়।

অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। দুইটি করে উইকেট পেয়েছেন এলিস ও ম্যাক্সওয়েল।


জবাবে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মার্শের সঙ্গে ওপেনিংয়ে নামেন ম্যাক্সওয়েল। ১০ বলে ১২ রান করে আউট হন ম্যাক্সওয়েল। এরপর অধিনায়ক মার্শও বিদায় নেন ১৭ বলে ২১ রান করে। তবে এরপর আর উইকেট হারায়নি অজিরা। ইংলিশ ও গ্রিনের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। গ্রিন ৩২ বলে ৫৬ এবং ইংলিশ ৩৩ বলে ৭৮ রানে অপরাজিত ছিলেন। এই দুইজনই জয় এনে দেয় অস্ট্রেলিয়াকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ ও জেসন হোল্ডার। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ ওভারে ১৬ রান দিয়েছেন রাসেল।
৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। আগামী শনিবার (২৬ জুলাই) সিরিজের তৃতীয় ম্যাচ।   

Please Share This Post in Your Social Media

More News Of This Category