বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :

সেডন পার্কে ফ্রেন্ডলি সকার ক্লাবের বার্ষিক পিকনিক ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৬৬ Time View

গ্লেনফিল্ড, ২০ জুলাই:

সিডনির ম্যাককোয়ারি ফিল্ডস ভিত্তিক কমিউনিটি সংগঠন ফ্রেন্ডলি সকার ক্লাব-এর আয়োজনে এক আনন্দঘন ও প্রাণবন্ত বার্ষিক পিকনিক ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হলো গত রোববার গ্লেনফিল্ডের সেডন পার্কে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই আয়োজনে কমিউনিটির অন্তত ২৫টিরও বেশি পরিবার ও প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণচঞ্চল উৎসবে, যেখানে ছোট-বড় সবাই উপভোগ করেন খেলা, গান, খাবার এবং আন্তরিক সৌহার্দ্যের পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সম্মানিত কাউন্সিলর অ্যাশ রহমান। তিনি বলেন, ফ্রেন্ডলি সকার ক্লাব যেভাবে কমিউনিটিকে একত্র করছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন আমাদের সামাজিক বন্ধনকে মজবুত করে এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রতি উৎসাহিত করে। ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল সবসময় এমন পারিবারিক ও সামাজিক উদ্যোগের পাশে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য ও উদ্যোক্তারা— আলম মোহাম্মদ, রেজাউল আনোয়ার, কামাল উদ্দিন, এমএন সাকিব, মোহাম্মদ মামুন, তারেক মোহাম্মদ আজিজ এবং সারোয়ার মোহাম্মদ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল, হাজী মোহাম্মাদ দেলোয়ার, মোহাম্মদ ইমতিয়াজ রাসেল, সোহেল মোস্তাফা, নবীন রহমান, সিরাজুল ইসলাম, কবির লালন, শাহরিয়ার কবির, রাকিব শুভ, আজম আশরাফি, শফিকুল ইসলাম, ইহরাম, সাইদ, শিহাব এবং ক্লাবের অন্যান্য সদস্যরা।

দিনব্যাপী আয়োজনে ছিল নানা বয়সীদের জন্য আকর্ষণীয় খেলার আয়োজন— শিশুদের জন্য ১০০ মিটার দৌড়, মহিলাদের জন্য বালিশ বদলের খেলা, এবং প্রাপ্তবয়স্কদের জন্য ছিল হর্ষধ্বনিতে মুখরিত “সকারুদের মজার দৌড়” প্রতিযোগিতা। প্রতিটি খেলায় অংশগ্রহণকারীদের মাঝে উপহার হিসেবে টফি বিতরণ করা হয়, যার স্পনসর ছিলেন স্টাডি অস্ট্রেলিয়া এডুকেশন অ্যান্ড ভিসা-র CEO হাজী মোহাম্মাদ দেলোয়ার।

খাবারের আয়োজনেও ছিল চমক। ক্লাব সদস্য আলম মোহাম্মদ নিজ হাতে রান্না করেন সুস্বাদু লাঞ্চ, যা উপস্থিত সবাই উপভোগ করেন। আর ক্লাব সদস্যদের সহধর্মিণীরা ঘরে তৈরি করে নিয়ে আসেন নানা ধরনের ডেজার্ট, যা আয়োজনের স্বাদ বাড়িয়ে তোলে বহুগুণে।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের ক্লাব সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত ফ্রেন্ডলি সকার ক্লাব মূলত কমিউনিটির মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং শারীরিক-মানসিক সুস্থতা অর্জনের লক্ষ্যে প্রতি সোমবার সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত ম্যাককোয়ারি ফিল্ডস পার্কে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে আসছে। এতে যেকোনো প্রাপ্তবয়স্ক সদস্য সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করতে পারেন।

কমিউনিটির ভেতর বন্ধন ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ফ্রেন্ডলি সকার ক্লাবের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category