বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

আ‍্যাডিলেইডের টরেন্স ভ‍্যালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী ছাত্র

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯৭ Time View

দক্ষিণ অস্ট্রেলিয়ার ফ্লুরিউ পেনেনসুলার টরেন্স ভ‍্যাল এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন তরুণ বাংলাদেশী শিক্ষার্থী।

শনিবার, ১২ জুলাই ভোর সাড়ে তিনটার দিকে পারওয়া রোডে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের নাম সৈয়দ প্রত্যয়, বয়স ২০, যিনি অ্যাডিলেইডের ফ্লিন্ডারস পার্ক এলাকার বাসিন্দা ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন।

প্রত্যয় ছিলেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পিছনের বাম আসনে। গাড়িটি ধূসর রঙের একটি মাজদা-৩ যা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়ক থেকে নিচের দিকে গড়িয়ে গিয়ে একটি খোলা জমিতে থেমে যায়। গাড়ির ছাদ সম্পূর্ণ গুঁড়িয়ে যায়, একটি দরজা ভেঙ্গে খুলে যায় এবং গাড়ির একাংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রত্যয়ের মৃত্যু ঘটে। গাড়িতে আরও দু’জন ২১ বছর বয়সী তরুণ ছিলেন, যাদের একজন চালক এবং অপরজন সামনের আসনে বসা যাত্রী। তারা দু’জনই অ্যাডিলেইডের পশ্চিমাঞ্চলের বাসিন্দা এবং দুর্ঘটনায় আহত হলেও তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।। ক‍্যাঙ্গারু কে বাঁচাতে পাশ কাটিয়ে যাওয়াই সম্ভবত দুর্ঘটনার মূল কারণ ।

দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশের মেজর ক্রাশ তদন্ত দল ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত চালিয়ে যাচ্ছে। পারওয়া রোডের সংশ্লিষ্ট অংশ সাময়িকভাবে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। এই ঘটনায় দক্ষিণ অস্ট্রেলিয়ায় চলতি বছরে মোট সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। বাংলাদেশী তরুণ ছাত্রের এ মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় বাঙালি কমিউনিটিতেও শোকের ছায়া ফেলেছে। এই অকাল মৃত্যু পরিবার, বন্ধু এবং সহপাঠীদের কাছে এটি এক অপূরণীয় ক্ষতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category