বিষাক্ত মাশরুম খাইয়ে সাবেক স্বামীর বাবা, মা ও খালা শাশুড়িকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এরিন প্যাটারসন নামে অস্ট্রেলিয়ার এক নারী। সোমবার (৭ জুলাই) দেশটির একটি আদালত ওই নারীকে দোষী সাব্যস্ত করে রায় দেয়। মামলাটি নিয়ে গোটা বিশ্বে ব্যাপক আলোচনা হয়েছে। খবর বিবিসি।
ঘটনা ২০২৩ সালের জুলাই মাসের। গৃহবধূ এরিন প্যাটারসন মধ্যহ্নভোজের আয়োজন করেন। সেই খাবার খেয়ে কয়েক দিনের মধ্যেই ওই তিনজন মারা যান। প্যাটারসন দাবি করেন, তিনি গরু মাংস ও পেস্ট্রি দিয়ে তৈরি খাবারে দুর্ঘটনাবশত ‘ডেথ ক্যাপ’ নামের বিষাক্ত মাশরুম মিশিয়েছিলেন। দফায় দফায় মামলার শুনানির পর গতকাল আদালতে ১২ সদস্যের জুরি ৫০ বছর বয়সী প্যাটারসনকে দোষী সাব্যস্ত করেছেন।
খবরে বলা হয়েছে, প্যাটারসন নিজের গ্রামের বাড়িতে ছোট পরিসরে পারিবারিকভাবে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। অতিথি ছিলেন তার স্বামীর বাবা-মা ডন ও গেইল প্যাটারসন, স্বামীর খালা হিদার এবং খালু ইয়ান। এই ইয়ান আবার স্থানীয় ব্যাপটিস্ট গির্জার পাদরি ছিলেন।
প্যাটারসনের স্বামী সায়মনকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। কারণ, তিনি অস্বস্তি বোধ করছিলেন। প্যাটারসন ও সায়মন তখনও আইনগত দিক থেকে স্বামী-স্ত্রী ছিলেন। তবে তাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল। তারা তাদের সন্তানের ভরণপোষণ নিয়ে বিবাদে জড়িয়েছিলেন।
প্রসঙ্গত প্যাটারসন বলেছিলেন, তিনি ক্যানসারে আক্রান্ত এবং সন্তানদের বিষয়ে পরামর্শ চান। এ কথা বলে তিনি স্বামীর আত্মীয়দের ডেকে এনেছিলেন। কিন্তু তদন্তে দেখা যায়, তিনি মোটেই ক্যানসারে আক্রান্ত নন। এটি ছিল তার একটি সাজানো গল্প।
Leave a Reply