হঠাৎ করেই সামাজিক গণমাধ্যম ফেসবুক ও এর মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম থেকে সবাই ‘লগ আউট’ হয়ে গেছেন।
মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে সবাই লগ আউট হয়ে যান।
কেউ কেউ নতুন করে পাসওয়ার্ড সেট করে লগইন করার চেষ্টা করলে ‘সামথিং রং’ বলে নোটিফিকেশন দেখা যাচ্ছে।
এ বিষয়ে সাংবাদিক মিজানুর রহমান বার্তা২৪.কম-কে জানান, হঠাৎ করেই দেখি, আমার ফোনের ফেসবুক অ্যাপ থেকে আমার আইডি লগ আউট হয়ে যায়। এরপর বার বার চেষ্টা করেও লগইন করতে ব্যর্থ হই।
রাসেল রহমান ভূঁইয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আমার ফোন ও ডেস্কটপ কম্পিউটার থেকে আমার আইডি লগআউট হয়ে যায়। এ বিষয়ে এখন পর্যন্ত মেটা থেকে এ বিষয়ে কোনোকিছু জানা যায়নি।
Leave a Reply