বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

সিডনিতে ফাগুন হাওয়া ১০ বছর পূর্তি উৎসব আগামী ২৫ মে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৭৩২ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে ফাগুন হাওয়া ১০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ মে রবিবার দুপুর ১টা থেকে সন্ধ‍্যা ৭টা পর্যন্ত সিডনির মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে এ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আয়োজন করবেন ফাগুন হাওয়া ইনক নামে অস্ট্রেলিয়ার একটি সংগঠন।

এ অনুষ্ঠানে গান ও নৃত্যে দর্শক মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, বিখ্যাত গায়ক নকুল কুমার বিশ্বাস, নায়িকা আসনা হাবিব ভাবনা।
উৎসবের আয়োজন সম্পর্কে আয়োজক ফাগুন হাওয়ার প্রেসিডেন্ট তিশা তানিয়া বলেন,” বরাবরের মতই অনুষ্ঠানটি জাঁকজমক পূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা যাতে দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারেন এবং বিশেষ করে বলিউড কুইন অপু বিশ্বাসের জন্য দর্শকদের প্রচুর সাড়াও পেয়েছেন এরই মধ্যে।”


এ উপলক্ষে ৩ ক্যাটাগরি $১০,$১৫, $২০ মূল্যের টিকেট বিক্রি হচ্ছে। টিকেট পাবেন: www.krazytickets.com এ।
অনুষ্ঠানের স্টল বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন ০৪৪৯-৬৪৭৮০৯, ০৪২৪-৩২৩০৫৫ এই নম্বরে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category