বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২১ Time View

মাদক কারবারের অভিযোগে দোষী সাব্যস্ত হলেও জেলে যেতে হচ্ছে না অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিলকে। শুক্রবার সিডনির আদালত এই রায় দিয়েছেন।

৫৪ বছর বয়সী ম্যাকগিলকে ‘নিবিড় সংশোধন আদেশ’ দেওয়া হয়েছে। এই আদেশ অনুযায়ী এক বছর ও ১০ মাস সমাজসেবার কাজ করতে হবে তাকে।

সব মিলিয়ে ৪৯৫ ঘণ্টা সমাজসেবা কার্যক্রমে অংশ নিতে হবে ম্যাকগিলকে। এছাড়া অ্যালকোহল ও ড্রাগ থেকে নিবৃত্ত থাকতে হবে তাকে। নিয়মিত মাদক পরীক্ষা দিতে হবে। এসব না মানলে যেতে হবে জেলে।

কোকেন সরবরাহে অংশ নেওয়ার দায়ে গত মার্চে ম্যাকগিল দোষী সাব্যস্ত হন।

ক্রিকেট থেকে অবসরের পর মাদক সেবন শুরু করেন ম্যাকগিল। ক্রমে জড়িয়ে পড়েন মাদক কারবারের সঙ্গেও। মাদক সরবরাহ শুরু করেন। বড় ব্যবসায়ীদের থেকে মাদক নিয়ে গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলে ২০৮টি উইকেট নিয়েছেন ম্যাকগিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category