অস্ট্রেলিয়ার সিডনিতে তৃতীয়বারের মতো গুড মর্নিং বাংলাদেশ বিগেস্ট মর্নিং টি অনুষ্ঠিত হয়েছে।
৪ মে রবিবার সকালে সিডনির মিন্টুর রনমোর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে ফ্যামিলিজ অফ বাংলাদেশি কমিউনিটি সিডনি ও বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশীসহ অস্ট্রেলিয়ানরাও অংশগ্রহণ করে।
এ অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য সকালের নাস্তার আয়োজন করা হয়। সকালের নাস্তার মধ্যে ছিল গরম পারটা, গরুর মাংস, ভাজি, আলুর দম, সুজির হালুয়া, পুরি, সিংগারা, ছামুচা, লাবরা, বিভিন্ন পদের মিষ্টি ও পিঠা, চটপটি ইত্যাদি। অনুষ্ঠানে এসব খাবার বিক্রি অর্থ ক্যান্সারে আক্রান্ত সকলকে সহায়তার জন্য ব্যয়ের উদ্দেশ্যে নিউ সাউথ ওয়েলস এর ক্যান্সার কাউন্সিলের তহবিলে জমা করা হয়।
বাংলাদেশ লেডিস ক্লাবের সভাপতি রাহেলা আরেফিন ও সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শিরীন আক্তার মুন্নী তাদের স্বাগত বক্তব্যে গুড মর্নিং বাংলাদেশ এর মূল আয়োজক ফ্যামিলিজ অফ বাংলাদেশী কমিউনিটি সিডনির মরহুম ডঃ আবদুল হকের প্রতি গভীর শ্রদ্ধা, লায়লা হক ও ডা. আয়াজ চৌধুরীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবরিনা আরেফিন।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লন্ড, কাউন্সিলর মাসুদ চৌধুরী,কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, ড: আয়াজ চৌধুরী, ড: জেসি চৌধুরী,অনুষ্ঠান আহ্বায়ক রওশন জাহান পারভীন, তানভীর শাকিল, মো শফিকুল আলম, ড: রফিক ইসলাম সহ আরও অনেকেই ।
উল্লেখ্য, সিডনিতে ক্যান্সার রিসোর্স ডেভেলপমেন্টকে আর্থিক সহায়তা প্রদান করার লক্ষেই গুড মর্নিং বাংলাদেশ নামে ‘বিগেষ্ট মর্নিং টি’ কর্মসূচিটি ২০০১ সালে শুরু করেছিলেন মরহুম ড. আব্দুল হক।