বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাব ও গুড মর্নিং বাংলাদেশের আয়োজনে “বিগেস্ট মর্নিং টি” অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪৮ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে তৃতীয়বারের মতো গুড মর্নিং বাংলাদেশ বিগেস্ট মর্নিং টি অনুষ্ঠিত হয়েছে।

৪ মে রবিবার সকালে সিডনির মিন্টুর রনমোর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে ফ্যামিলিজ অফ বাংলাদেশি কমিউনিটি সিডনি ও বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া।


অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশীসহ অস্ট্রেলিয়ানরাও অংশগ্রহণ করে।

এ অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য সকালের নাস্তার আয়োজন করা হয়। সকালের নাস্তার মধ্যে ছিল গরম পারটা, গরুর মাংস, ভাজি, আলুর দম, সুজির হালুয়া, পুরি, সিংগারা, ছামুচা, লাবরা, বিভিন্ন পদের মিষ্টি ও পিঠা, চটপটি ইত্যাদি। অনুষ্ঠানে এসব খাবার বিক্রি অর্থ ক্যান্সারে আক্রান্ত সকলকে সহায়তার জন্য ব্যয়ের উদ্দেশ্যে নিউ সাউথ ওয়েলস এর ক্যান্সার কাউন্সিলের তহবিলে জমা করা হয়।


বাংলাদেশ লেডিস ক্লাবের সভাপতি রাহেলা আরেফিন ও সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শিরীন আক্তার মুন্নী তাদের স্বাগত বক্তব্যে গুড মর্নিং বাংলাদেশ এর মূল আয়োজক ফ্যামিলিজ অফ বাংলাদেশী কমিউনিটি সিডনির মরহুম ডঃ আবদুল হকের প্রতি গভীর শ্রদ্ধা, লায়লা হক ও ডা. আয়াজ চৌধুরীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবরিনা আরেফিন।


আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লন্ড, কাউন্সিলর মাসুদ চৌধুরী,কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, ড: আয়াজ চৌধুরী, ড: জেসি চৌধুরী,অনুষ্ঠান আহ্বায়ক রওশন জাহান পারভীন, তানভীর শাকিল, মো শফিকুল আলম, ড: রফিক ইসলাম সহ আরও অনেকেই ।

উল্লেখ্য, সিডনিতে ক্যান্সার রিসোর্স ডেভেলপমেন্টকে আর্থিক সহায়তা প্রদান করার লক্ষেই গুড মর্নিং বাংলাদেশ নামে ‘বিগেষ্ট মর্নিং টি’ কর্মসূচিটি ২০০১ সালে শুরু করেছিলেন মরহুম ড. আব্দুল হক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category