শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৫ Time View

ইন্দোনেশিয়ায় এএইএফ কাপ হকিতে বাংলাদেশ গ্রুপের চার ম্যাচই জিতেছে। আজ শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ গোলের চারটি ফিল্ড গোল। আগামী শুক্রবার বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ।

শ্রীলঙ্কা হকিতে বাংলাদেশের চেয়ে বরাবরই পিছিয়ে। আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম গোল দিতে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রথম দুই কোয়ার্টারে কেউ গোল করতে পারেনি।

বাংলাদেশের পক্ষে রাকিবুল জোড়া গোল, রাব্বি, আরশাদ ও নাইম একটি করে গোল করেন। ৩৯ ও ৪২ মিনিটে রাকিবুল জোড়া ফিল্ড গোল করেন। ৪৩ মিনিটে রাব্বি আরেকটি ফিল্ড গোল করলে বাংলাদেশের স্কোরলাইন ৩-০ হয়। ৪৯ মিনিটে আরশাদ হোসেনের গোলে ব্যবধান আরো বাড়ে। পরের মিনিটে পেনাল্টি কর্ণারে নাইমের গোলে বাংলাদেশ ৫-০ গোলের জয় পায়। জোড়া গোলদাতা রাকিবুল হাসান রকি ম্যাচ সেরার পুরস্কার পান।

এএইচএফ কাপ এশিয়ান কাপ হকির বাছাইয়ের টুর্নামেন্ট। বাংলাদেশ এই টুর্নামেন্টে বিগত চার আসরের চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গেলেও গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো দুর্বল দলের বিপক্ষে জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে অনেক বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category