অস্ট্রেলিয়ায় পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আজ শনিবার দ্বিতীয় উচ্চশিক্ষা মেলা-২০২৪ আয়োজন করেছে এডুকেশন কানেক্ট। রাজধানীর পান্থপথে গাজী টাওয়ারের ৭ম তলার এডুকেশন কানেক্ট অফিসে মেলাটি অনুষ্ঠিত হবে।
এতে দেশটির ৩০টির অধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি জানতে পারবে সেসব প্রতিষ্ঠানে ভর্তিসহ সব তথ্য। মেলায় অংশগ্রহণকারীরা দেশটির বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের থেকে সরাসরি কাউন্সেলিং নিতে পারবেন। জানতে পারবেন প্রোগ্রাম, কোর্স, টিউশন ফি সম্পর্কেও। এছাড়া যাদের উচ্চশিক্ষার জন্য সব ডকুমেন্টস ইতোমধ্যেই তৈরি হয়েছে তাদেরকে পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার প্রদান করা হবে।
আগ্রহীরা মেলায় অংশ নিতে এডুকেশন কানেক্টের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। https://educationconnect.com.au/ 2nd-australia-higher-education-expo-2024.
Leave a Reply